গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা বিএনসিসির সদস্যদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন গোপালগঞ্জের বিএনসিসির সদস্যরা।
শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ ট্রাফিকের দায়িত্বে থাকা বিএনসিসির সদস্যদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় আহতরা হলেন- ক্যাডেট সার্জেন্ট মুছা, ক্যাডেট সার্জেন্ট নুরজাহান, ক্যাডেট রাজিয়া আক্তার চাঁদনী, ক্যাডেট মাহিম, ক্যাডেট জিদানসহ আরও অনেকে। আহতরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। ট্রাফিকের আইনশৃঙ্খলা ফেরাতে সারা দেশের মতো গোপালগঞ্জে কাজ করছিলেন বিএনসিসির সদস্যরা।