সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগেছে। এতে করে ফ্লাইটটি চার ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিমানটিতে ৭১ জন যাত্রী ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে আসে। ফ্লাইটটি সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় বিমানের পাখা পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ অবস্থায় ফ্লাইটটি ৭১ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানবন্দর অবতরণ করতে সক্ষম হয়।
পরে পাখির ধাক্কার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে প্রকৌশলী আনা হয়। প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষার চার ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া ঘটনার সত্যতা শিকার করে বলেন, এমন ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে। এতে ফ্লাইটের যাত্রায় কোনো সমস্যা হয়নি।