নতুন দেশ হোক তরুণ ও যুবদের। এই প্রত্যাশা নিয়ে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা আকাঙ্ক্ষার কার্যকর প্রতিফলন চাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবসে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে শহরের প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর জেড এম ফরুকী, সহসভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সদস্য প্রফেসর মোবাশ্বের আহমেদ, প্রফেসর হুমায়ুন কবির, সুধীর চন্দ্র ঘোষ, অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, রাজীব হোসেন রাজু, মেহরাজীন আক্তার মীম।
বক্তারা বলেন, দেশকে নতুন করে সাজাতে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই অগ্রযাত্রায় দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। নতুন দেশ হোক তরুণ ও যুবদের। পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করতে পারে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন