পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহীন আলীর ছেলে ইয়ামিন (৪)। তাদের দুজনের বাবা মালয়েশিয়া প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় কাচতে যান। এ সময় তার সঙ্গে রোহান ও ইয়ামিন যায়। এদিকে রত্নার অগোচরে দুই শিশু পাশেই একটি পুকুরে শাপলা ফুল তুলতে যায়। রোহানের মা কাপড় কাচা শেষে দেখতে পান রোহান ও ইয়ামিন নেই।
তিনি বাড়ি এসে সবাইকে জানান রোহান আর ইয়ামিনকে পাওয়া যাচ্ছে না। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকার এক পর্যায়ে দেখতে পান বাড়ির পাশে পুকুরের পানিতে ইয়ামিন ভেসে আছে। স্বজনরা পানিতে নেমে প্রথমে ভাসমনা অবস্থায় ইয়ামনিকে এবং পরে খুঁজতে খুঁজতে পানির নিচে থেকে রোহানকে উদ্ধার করে।
দুজনকেই সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এই মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে দুজনই পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে শাপলা ফুল তুলতে নেমে ডুবে মারা যায়। ঘটনাটি হৃদয়বিদারক। পরিবারের অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।
মন্তব্য করুন