বন্ধ থাকার ২৬ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনার সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে টানা কর্মসূচি থাকায় জুলাইয়ের ১৮ তারিখ থেকে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ী থেকে মোট ৫টি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৬টার দিকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ভাঙার উদ্দেশে ছেড়ে যায়, ৬টা ১৫ মিনিটের দিকে শাটল ট্রেনটি গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যায়, সাড়ে সাতটার দিকে নকশীকাঁথা ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, ৮টা ১৫ মিনিটে শাটল ট্রেনটি পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায় এবং ১০টায় ভাটিয়াপাড়া এক্সপেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।
তবে দীর্ঘ দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও তুলনামূলক যাত্রীর সংখ্যা কম ছিল।
ট্রেনের যাত্রীরা জানান, ট্রেন চলাচল শুরু হওয়ায় তারা অনেক খুশি। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক সমস্যা হয়েছে।
সাকিব হোসেন নামের এক যাত্রী কালবেলাকে বলেন, আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাদের যাতায়াতে কষ্ট হয়েছে বেশি। কারণ আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি। ট্রেন চলাচল যেন আবার বন্ধ না এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, দেশ ও জনগণের স্বার্থে দ্রুতই ট্রেনগুলো চালু হওয়া দরকার ছিল। আজ থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের এখন থেকে যাতায়াত আবার আগের মতো সহজ হবে এবং নিরাপদে আমরা ট্রেনে যাতায়াত করতে পারব।
রেলওয়ের রাজবাড়ীর সহকারী স্টেশনমাস্টার আব্দুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয় এবং ১৯ জুলাই থেকে পুরাপুরি বন্ধ হয়ে যায়। আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা কম মনে হচ্ছে। আশা করি, ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেন তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।
মন্তব্য করুন