শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৬ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী রেলস্টেশন। ছবি : কালবেলা
রাজবাড়ী রেলস্টেশন। ছবি : কালবেলা

বন্ধ থাকার ২৬ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনার সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে টানা কর্মসূচি থাকায় জুলাইয়ের ১৮ তারিখ থেকে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ী থেকে মোট ৫টি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৬টার দিকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ভাঙার উদ্দেশে ছেড়ে যায়, ৬টা ১৫ মিনিটের দিকে শাটল ট্রেনটি গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যায়, সাড়ে সাতটার দিকে নকশীকাঁথা ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, ৮টা ১৫ মিনিটে শাটল ট্রেনটি পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায় এবং ১০টায় ভাটিয়াপাড়া এক্সপেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

তবে দীর্ঘ দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও তুলনামূলক যাত্রীর সংখ্যা কম ছিল।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেন চলাচল শুরু হওয়ায় তারা অনেক খুশি। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক সমস্যা হয়েছে।

সাকিব হোসেন নামের এক যাত্রী কালবেলাকে বলেন, আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাদের যাতায়াতে কষ্ট হয়েছে বেশি। কারণ আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি। ট্রেন চলাচল যেন আবার বন্ধ না এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, দেশ ও জনগণের স্বার্থে দ্রুতই ট্রেনগুলো চালু হওয়া দরকার ছিল। আজ থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের এখন থেকে যাতায়াত আবার আগের মতো সহজ হবে এবং নিরাপদে আমরা ট্রেনে যাতায়াত করতে পারব।

রেলওয়ের রাজবাড়ীর সহকারী স্টেশনমাস্টার আব্দুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয় এবং ১৯ জুলাই থেকে পুরাপুরি বন্ধ হয়ে যায়। আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা কম মনে হচ্ছে। আশা করি, ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেন তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদ্বন্ধী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১০

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১১

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১২

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৩

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৪

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৫

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৬

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৭

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৮

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৯

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

২০
X