সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৬ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী রেলস্টেশন। ছবি : কালবেলা
রাজবাড়ী রেলস্টেশন। ছবি : কালবেলা

বন্ধ থাকার ২৬ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনার সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে টানা কর্মসূচি থাকায় জুলাইয়ের ১৮ তারিখ থেকে রাজবাড়ী থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ী থেকে মোট ৫টি ট্রেন ছেড়ে গেছে। সকাল ৬টার দিকে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ভাঙার উদ্দেশে ছেড়ে যায়, ৬টা ১৫ মিনিটের দিকে শাটল ট্রেনটি গোয়ালন্দ ঘাটের উদ্দেশে ছেড়ে যায়, সাড়ে সাতটার দিকে নকশীকাঁথা ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, ৮টা ১৫ মিনিটে শাটল ট্রেনটি পোড়াদহের উদ্দেশে ছেড়ে যায় এবং ১০টায় ভাটিয়াপাড়া এক্সপেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়।

তবে দীর্ঘ দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও তুলনামূলক যাত্রীর সংখ্যা কম ছিল।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেন চলাচল শুরু হওয়ায় তারা অনেক খুশি। দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক সমস্যা হয়েছে।

সাকিব হোসেন নামের এক যাত্রী কালবেলাকে বলেন, আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় আমাদের যাতায়াতে কষ্ট হয়েছে বেশি। কারণ আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি। ট্রেন চলাচল যেন আবার বন্ধ না এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, দেশ ও জনগণের স্বার্থে দ্রুতই ট্রেনগুলো চালু হওয়া দরকার ছিল। আজ থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের এখন থেকে যাতায়াত আবার আগের মতো সহজ হবে এবং নিরাপদে আমরা ট্রেনে যাতায়াত করতে পারব।

রেলওয়ের রাজবাড়ীর সহকারী স্টেশনমাস্টার আব্দুর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয় এবং ১৯ জুলাই থেকে পুরাপুরি বন্ধ হয়ে যায়। আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা কম মনে হচ্ছে। আশা করি, ট্রেন চলাচল শুরু হওয়ায় ট্রেন তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১০

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১১

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১২

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৩

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৪

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৫

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৭

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৮

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৯

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

২০
X