সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রতিবাদে গোপালঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, দোকানপাট বন্ধ থাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ঘাঘর বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা ভোগান্তিতে পড়েন।
উপজেলার উনশিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম বলেন, আমি সকালে ঘাঘর বাজারে চাল, তেলসহ সাংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখি বাজারের সকল দোকানপাট বন্ধ। জানতে পারলাম দুপুর ১২টার পর এসব দোকান খুলবে। এর আগে কিছুই কিনতে পারব না।
ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যেমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনো ব্যবসায়ীকে চাপ দেইনি। সকল ব্যবসায়ী নিজ থেকে এ কর্মসূচি পালন করছেন।
মন্তব্য করুন