কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়া। ছবি : কালবেলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়া। ছবি : কালবেলা

চাল আত্মসাতের মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন।

তিনি বলেন, আবুল কালাম আজাদের নামে চাল আত্মসাতের মামলা হলে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে আসেন। জামিনের সময়কাল শেষ হলে বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল আদালতে হাজির হোন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারুর বিরুদ্ধে গত ১৫ জুন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছে চাল বিতরনে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন। ঘটনায় জড়িত থাকায় আসামি করা হয় গ্রাম পুলিশের সদস্য সোহাগ মিয়াকেও।

মামলার তথ্য বলছে, মাইজখাপন ইউনিয়নে ৪ হাজার ৪৪৭ জন ভিজিএফ কার্ডধারির মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ৪৪ হাজার ৪৭০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ১৪ তারিখ সকাল ৯টা থেকে ১৫ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত ২ হাজার ১৬৫ জনের মধ্যে ২১ হাজার ৬৫০কেজি চাল বিতরণ করা হয়। ১৬ জুন সকালে চেয়ারম্যান ও তার লোকজন অবশিষ্ট ২২ হাজার ৮২০ কেজি চাল থেকে ১ হাজার ৮২০ কেজি চাল সরিয়ে ফেলে।

ভিজিএফ চাল বিতরনের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন বলেন, চাল পাচারের সময় স্থানীয় নারী ইউপি সদস্য দেখে ফেলে আমাকে খবর দেয়। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি আত্মসাতের কথা জানেন বলে জানান। এবং তার নির্দেশে এমনটা হয়েছে বলেও স্বীকার করেন। বিষয়টি ইউএনওকে জানিয়ে সরেজমিনে গিয়ে গোডাউনে চালের মজুত কম দেখে পরবর্তীতে পুলিশে খরব দেয় এবং থানায় মামলা দায়ের করি। উল্লেখ্য, এর আগেও গত বছরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু’র বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিপর্যয়ের মুখে সাড়ে ৬ লাখ গ্রাহক

রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে : তারেক রহমান 

চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ / সংসদীয় আসন বাড়ল গাজীপুরে, কমলো বাগেরহাটে

নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

যাত্রীসেবায় নতুন পদক্ষেপ নিল চট্টগ্রাম রেলওয়ে বিভাগ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল চলাচল স্বাভাবিক

কোয়াব নির্বাচনের পর চূড়ান্ত পদ তালিকা: কে পেলেন কোন পদ?

অস্থিরতার মধ্যে দেশত্যাগ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন সোহেল, রাজি না হওয়ায় হত্যা

১০

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

১১

সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খান

১২

পাহাড়িয়াদের ঘরছাড়া করার পরিকল্পনা ভেস্তে গেছে, হচ্ছে না ভোজ

১৩

পাকিস্তানে রাজনৈতিক দলের জনসভায় বোমা হামলা, নিহত ১৫

১৪

জাগপা সভাপতি লুৎফরের খোঁজ নিলেন জামায়াত নেতারা

১৫

নির্বাচনী জোয়ারে আ.লীগের সব ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর 

১৬

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

১৭

বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

বিচারকের সামনে সাংবাদিক মারধরে জড়িত আইনজীবীদের বিচারের দাবি সিআরইউর 

১৯

নির্বাচন বানচালের সব ষড়যন্ত্রই রুখে দিতে হবে : নীরব

২০
X