কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান কারাগারে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়া। ছবি : কালবেলা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়া। ছবি : কালবেলা

চাল আত্মসাতের মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সুমন।

তিনি বলেন, আবুল কালাম আজাদের নামে চাল আত্মসাতের মামলা হলে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়ে আসেন। জামিনের সময়কাল শেষ হলে বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল আদালতে হাজির হোন। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে তারুর বিরুদ্ধে গত ১৫ জুন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছে চাল বিতরনে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন। ঘটনায় জড়িত থাকায় আসামি করা হয় গ্রাম পুলিশের সদস্য সোহাগ মিয়াকেও।

মামলার তথ্য বলছে, মাইজখাপন ইউনিয়নে ৪ হাজার ৪৪৭ জন ভিজিএফ কার্ডধারির মধ্যে জনপ্রতি ১০ কেজি করে ৪৪ হাজার ৪৭০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ১৪ তারিখ সকাল ৯টা থেকে ১৫ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত ২ হাজার ১৬৫ জনের মধ্যে ২১ হাজার ৬৫০কেজি চাল বিতরণ করা হয়। ১৬ জুন সকালে চেয়ারম্যান ও তার লোকজন অবশিষ্ট ২২ হাজার ৮২০ কেজি চাল থেকে ১ হাজার ৮২০ কেজি চাল সরিয়ে ফেলে।

ভিজিএফ চাল বিতরনের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন বলেন, চাল পাচারের সময় স্থানীয় নারী ইউপি সদস্য দেখে ফেলে আমাকে খবর দেয়। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি আত্মসাতের কথা জানেন বলে জানান। এবং তার নির্দেশে এমনটা হয়েছে বলেও স্বীকার করেন। বিষয়টি ইউএনওকে জানিয়ে সরেজমিনে গিয়ে গোডাউনে চালের মজুত কম দেখে পরবর্তীতে পুলিশে খরব দেয় এবং থানায় মামলা দায়ের করি। উল্লেখ্য, এর আগেও গত বছরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু’র বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ, আসছে বিশেষ বিসিএস

কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

সাইপ্রাস ভেঙে দুই রাষ্ট্র গঠনে জোর এরদোয়ানের

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

‘আল্লাহ তুমি কবুতরের জোড়া ক্যামনে ভাঙলা’ 

১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে?

বিমান বিধ্বস্তের ঘটনার বর্ণনা দিলেন মাইলস্টোনের শিক্ষক

‘চোখের সামনেই বিল্ডিংয়ে বিমানটা বিধ্বস্ত হয়েছে’

‘আমার কলিজারে আজরাইলে নিছে’

শেখ হাসিনার ২ চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা

১০

বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবর বিশ্ব গণমাধ্যমে

১১

উত্তরায় বিমান বিধ্বস্ত / হাসপাতালে হতাহতদের তালিকা দিল আইএসপিআর

১২

একের পর এক অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছে আহতদের

১৩

‘একটু পরই স্কুল ছুটি হতো, ওই ভবনে সবাই ছিল’

১৪

বিমান বিধ্বস্ত / আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ-আজহারি

১৫

উত্তরায় বিমান বিধ্বস্ত / রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছে ছাত্র-জনতা

১৬

বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

১৭

উত্তরায় বিমান দুর্ঘটনার গুরুত্বপূর্ণ ৯ তথ্য

১৮

বাচ্চারা জড়িয়ে ধরে বলছে ‘বাঁচাও’

১৯

‘আমার মেয়েকে পেয়েছি, ছেলেটাকে পাইনি এখনো’

২০
X