সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় ৫০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনার গাড়িবহরে কথিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় সব আসামিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
কলারোয়া বিএনপির আয়োজনে রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, কলারোয় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, শওকাত হোসেন, যুবদল নেতা সবুজ, পলাশ, পারভেজ, আবু জাফর, মোজাফ্ফর ছাত্রদল নেতা সোহেল, রাসেল, প্রিন্স, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ, কারিম, সিরাজ প্রমুখ।
এ সময় কর্মসূচি থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসাসহ ৫ দফা দাবি তুলে ধরেন।
প্রধান অতিথি বিএনপি নেতা তারিকুল হাসান বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ফরমেয়শী রায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মীকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরইমধ্যে চারজন নেতাকর্মী কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন। তাদেরকে জেলখানায় শারীরিক নির্যাতন করায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তিনি এই হত্যার পেছনে জেল কৃর্তৃক্ষকে দায়ী করেন।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপি যে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা শিগগিরই বাস্তবায়নে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
মন্তব্য করুন