ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের অপারেশনের জন্য জমানো টাকায় মাতব্বরের চোখ!

অসুস্থ ছোট্ট শিশু সাইমন। ছবি : কালবেলা
অসুস্থ ছোট্ট শিশু সাইমন। ছবি : কালবেলা

সন্তানের অপারেশনের জন্য জমানো টাকায় চোখ পড়ল সমাজের মাতব্বরের। নির্বাচনকালীন সহিংসতার দায়ে সামাজিক কোন্দল, হামলা ও মিথ্যা মামলা থেকে নিজেকে বাঁচাতে রোজগারের একমাত্র সম্বল ঘোড়ার গাড়ি বিক্রি করে মাতব্বরের হাতে তুলে দিলেন এক অসহায় বাবা। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাড়ুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার সাড়ুটিয়া ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে পাটকাঠির বেড়ার তৈরি ছোট্ট একটি খুপড়ি ঘরে স্ত্রী আফরোজা খাতুন ও তিন সন্তানকে নিয়ে বসবাস করেন আরেক আলি মন্ডল। সবার ছোট ছেলে সাইমুনের বয়স মাত্র এক বছর চার মাস। জন্মের পর থেকেই শরীরের তুলনায় মাথার আকার অতিরিক্ত বড় হওয়ায় সাইমুনকে নিয়ে বিপাকে পড়ে পরিবারটি। অস্বাভাবিকভাবে মাথা বড় হাওয়ার কারণে হাঁটতে বা বসে থাকতে পারে না শিশু সাইমুন। মায়ের কোলে ও বিছানায় শুয়ে জীবন কাটে তার। সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। কিন্তু দিনমজুর বাবা আরেক আলী মন্ডলের পক্ষে সেই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। অন্যদিকে ডাক্তার বলেছেন অপারেশন না করালে ছেলেটি মারা যাবে।

আরেক আলি মন্ডল বলেন, জমিজামা বলতে তাদের ভিটেবাড়িতে মাত্র ৫ শতক জমি ছাড়া আর কিছুই নেই। ঘোড়ার গাড়ি চালিয়েই চলে তাদের সংসার। এর মধ্যে তার ছোট ছেলের বয়স দুই মাস হতেই মাথা শরীর থেকে অসম্ভব বড় হতে শুরু করে। তখন ছেলের চিকিৎসা শুরু করি। কিন্তু কিছুদিন পর গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রতীকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়।

আলি মন্ডল বলেন, আমাদের গ্রামের ঘরবাড়ি লুটপাট ভাঙচুর করে বর্তমান চেয়ারম্যানের লোকেরা। একপর্যায়ে আমরা গ্রামে থাকতে না পেরে স্ত্রী সন্তানকে নিয়ে আত্মীয়দের বাড়িতে চলে যাই। সে সময় ছেলের অবস্থা খারাপ হলে প্রথমে ফরিদপুর, পরে ঢাকায় ডাক্তার দেখাতে নিয়ে আসি। ডাক্তার জানায়, তার মাথায় পানি জমেছে। অপারেশনের মাধ্যমে পানি বের করতে হবে। পানি বের না করলে ছেলে মারা যাবে। আর এতে খরচ হবে দেড় লাখ টাকা।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের অবস্থা জানালে ডাক্তার অপারেশনের জন্য ৯০ হাজার টাকা নির্ধারণ করে দেন। একদিকে ছেলের চিকিৎসা নিয়ে চিন্তা অপরদিকে গ্রাম থেকে খবর আসে চেয়ারম্যানের নির্দেশে গ্রাম ধরেই মামলা দিচ্ছে। তখন তাদের সাথে যোগাযোগ করলে তারা বলে মামলা হবে না আর তোমাদের ভিটা বাড়িতে উঠতে পারবা, তবে টাকা লাগবে। পরে চেয়ারম্যানের লোক বাবু আক্তার ও আফজালসহ আরও অনেকের সাথে যোগাযোগ করে রোজগারের একমাত্র সম্বল ঘোড়ার গাড়িটা বিক্রি করে তাদের হাতে ৩২ হাজার টাকা দিয়ে মামলার হাত থেকে রক্ষা পাই এবং গ্রামে ফিরে আসি।

গ্রামে ফিরে মাথা গোঁজার একমাত্র বেড়ার ঘরটির কোনো অস্তিত্ব ছিল না বলে জানিয়ে আলি মন্ডল আরও বলেন, শুধু মাটির ভিটেটা পড়ে ছিল। পরে আবারও ধার দেনা করে ঘরটা কোনোভাবে ঠিক করলেও ছেলের চিকিৎসা করাতে পারছি না। ছেলেটা সব সময় কাঁদে। চোখের সামনে ছেলেটার এমন কষ্ট আর সহ্য করতে পারছি না।

তিনি বলেন, এখন আরা ঘোড়ার গাড়িটি না থাকায় অন্যের জমিতে কামলা খেটে কোনো রকমে সংসার চালাচ্ছি। কিন্তু ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছি না।

ছোট্ট শিশু সাইমনের মা আফরোজা খাতুন বলেন, আমাদের গ্রামে একটা মার্ডার হয় এরপর আমরা আর বাড়ি থাকতে পারি না। ঘরবাড়ি ছেড়ে চলে যাই। এই অসুস্থ ছেলেকে নিয়ে নদীর পাড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। কিছুদিন আত্মীয়স্বজনদের বাড়িতে থেকেছি। কিন্তু ছেলেকে এখন আর চিকিৎসা করতে পারছি না। কারণ চিকিৎসার টাকা বাড়িতে উঠার জন্য জরিমানা হিসেবে মাতব্বরদের দিতে হয়েছে। এখন আমার ছেলের চিকিৎসা না করলে সে মারা যাবে। মা হয়ে সন্তানের এই মৃত্যু কীভাবে সহ্য করব। তাই সমাজের বিত্তবানদের কাছে আমার ছেলের জন্য চিকিৎসার আবেদন করছি।

প্রতিবেশী রাকিব জানান, ঘোড়ার গাড়িটি ছিল তার উপার্জনের একমাত্র সম্বল। গ্রামে মারামারির পর মামুন চেয়ারম্যানের লোকদের কাছে টাকা দিতে হয়েছে তার। তখন ছেলের চিকিৎসা করানো দূরের কথা আগে তার মামলা ঠেকানো ঘরবাড়ি রক্ষা করার মতো এমন পরিস্থিতিতেই তিনি গাড়িটি বিক্রি করে তাদের হাতে টাকা তুলে দেন।

চেয়ারম্যান এই ছেলেটির জন্য সাহায্য-সহযোগিতা করতে পারত কিন্তু কিছুই করেনি আরও উল্টো টাকা নিয়েছে বলে জানান তিনি।

এদিকে এসব বিষয়ে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার সাড়ুটিয়া ইউনিয়নের চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১০

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১১

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১২

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৩

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৪

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৫

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৬

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১৭

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৯

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

২০
X