খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন মো. মোজাম্মেল হক। রোববার (৩০ জুলাই) অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞার কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে ডিসি কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মো. মোজাম্মেল হক। এ সময় সঙ্গে ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, উপপুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, উপপুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, উপপুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী প্রমুখ।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর থানার শাহাপুরে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি সায়েন্সে ডিগ্রি নিয়ে ১৯৯৪ সালে ভেটেনারি সার্জন পদে জয়পুরহাটে কর্মজীবন শুরু করেন। এরপর ১৮তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন। পুলিশ সুপার হিসাবে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁয় কর্মরত ছিলেন।
২০১৯-২০২২ সালের জুলাই পর্যন্ত তিনি র্যাব-৪ মিরপুরের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মে’তে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ হাইওয়ে পুলিশের ডিআইজি ছিলেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বিভিন্ন পদক পেয়েছেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের জনক।
মন্তব্য করুন