আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দিন পর আখাউড়া দিয়ে যাত্রী পারাপার শুরু

কম্পিউটার ও সার্ভার লাইন ঠিক হওয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। ছবি : কালবেলা
কম্পিউটার ও সার্ভার লাইন ঠিক হওয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। ছবি : কালবেলা

পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে পুরোদমে যাত্রী পারাপার চলছে।

এর আগে, রোববার বিকেলে বিশেষ বিবেচনায় সীমিত পরিসরে যাত্রী পারাপার করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত বুধবার উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যার পানিতে ইমিগ্রেশন ভবনে তলিয়ে যায়। এতে করে ইমিগ্রেশন সার্ভার ও কম্পিউটার লাইনে পানি প্রবেশ করে। বন্যার পানি কমে গেলে লাইন চালু করতে গেলে সার্ভার সমস্যা দেখা দেয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সার্ভার পুরোপুরি চালু করলে আজ থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা ফিরতে শুরু করছে। এ সময় ভারতে আটকে পরা যাত্রীরা অভিযোগ করে বলেন, ইমিগ্রেশন বন্ধ থাকার কারণে ওপারে হাজার হাজার পাসপোর্টধারী যাত্রী আটকে পড়েছে। যার জন্য আটকে পড়া মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

এ সময় ভারত থেকে ফেরত আসা আখাউড়া পৌর শহরের বাসিন্দা মনিরুল ইসলাম প্রকাশ বলেন, ভ্রমণ ভিসা নিয়ে ভারতের আগরতলা ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পর থেকে বৃষ্টি ও বন্যার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন বন্ধ হয়ে যাওয়ায় দুই দিনের জায়গায় পাঁচ দিন থাকার কারণে আমাদের অনেক আর্থিক ও মানুষিকভাবে সমস্যায় পড়তে হয়েছে। মো. স্বপন নামে আরেকজন বলেন, গত ২০ আগস্ট আমি ভারতের আগরতলায় প্রবেশ করি, যাওয়ার পরদিন জানতে পারলাম বৃষ্টি ও বন্যার কারণে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এতে করে আমি ওখানে আটকে পড়ি। আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম সেই টাকা শেষ হয়ে যায়। আমাকে এই কয়েকদিন ওপারে অনেক কষ্ট করে না খেয়ে থাকতে হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানিতে ইমিগ্রেশন ভবন তলিয়ে যায়। যার কারণে গত ২১ আগস্ট সকাল ১০টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলে কম্পিউটার ও সার্ভার লাইনগুলো পরীক্ষা করা হয়। এতে সমস্যা দেখা দিলে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সমাধান করলে দুপুর থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিঘিতে ভেসে উঠল মরদেহ

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টাই

তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

১০

শাকিব ছাড়া লগ্নি করতে চায় না কেউ, এটা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

১১

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

১২

কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

১৩

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন স্মিথ

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

১৬

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

১৭

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

১৮

মেয়ের ভুয়া ফেসবুক প্রোফাইল নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

১৯

বিলের জলে লোকসংস্কৃতির ঢেউ 

২০
X