রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শেখ হাসিনাসহ দুই মামলায় আসামি ৩৪৫

রাজশাহী বাঘা থানা। ছবি : সংগৃহীত
রাজশাহী বাঘা থানা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করে রাজশাহীর বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার উদ্দেশে হামলা ও মারপিটের অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতা মামলাটি দায়ের করেছেন। এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ থেকে ৩০ জনকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহীর বাঘা থানার ওসি আবু বক্কর সিদ্দিক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এ ছাড়া জাহিদ হাসান নামে আরেক ছাত্রদল কর্মী বাদী হয়ে পৃথকভাবে ১৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের নামে আরও একটি মামলা দায়ের করেছেন বলে জানান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা উপজেলার নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে বসে ছিলেন ছাত্রদল নেতা সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। সেখান থেকে চোখ-মুখ বেঁধে তাকে হত্যার উদ্দেশে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে অমানুষিকভাবে নির্যাতন করা হয়। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার দিয়ে গুলি করা হয়। এতে পায়ের ৩টি নখ উপড়ে যায়। এক সপ্তাহ ধরে লোমহর্ষক নির্যাতনের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কর্মী-সমর্থকরা তাকে তুলে নিয়ে হত্যার উদ্দেশে এ নির্যাতন চালায়।

এদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের দায়ের করা অপর মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে সশস্ত্র হামলা চালানো হয়। আ.লীগ নেতাকর্মীরা ধারালো হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে এই হামলা চালায়। তারা সেখানে ত্রাস সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় আ.লীগের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আ.লীগের আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অবসরের জন্য কেউ প্রস্তুত নয়, দাবি সাবেক সতীর্থের

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএর একাডেমিক প্রোগ্রামে যোগদান

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত নেই ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের

চোখের সামনেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

বাকৃবিতে নির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ও ব্যাংকে তালা

দল বদলের শেষ দিনে যা ঘটেছিল এমি মার্টিনেজের সাথে

১০

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১১

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

১২

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় 

১৩

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে টাকের ঝুঁকি

১৪

উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত

১৫

হত্যাচেষ্টার নতুন মামলায় নাসার নজরুল গ্রেপ্তার 

১৬

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

১৭

এক চেকপোস্টে বদলে গেল সিলেট-ঢাকা মহাসড়ক

১৮

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

১৯

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

২০
X