বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শেখ হাসিনাসহ দুই মামলায় আসামি ৩৪৫

রাজশাহী বাঘা থানা। ছবি : সংগৃহীত
রাজশাহী বাঘা থানা। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করে রাজশাহীর বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হত্যার উদ্দেশে হামলা ও মারপিটের অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতা মামলাটি দায়ের করেছেন। এতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০ থেকে ৩০ জনকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাজশাহীর বাঘা থানার ওসি আবু বক্কর সিদ্দিক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এ ছাড়া জাহিদ হাসান নামে আরেক ছাত্রদল কর্মী বাদী হয়ে পৃথকভাবে ১৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের নামে আরও একটি মামলা দায়ের করেছেন বলে জানান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা উপজেলার নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে বসে ছিলেন ছাত্রদল নেতা সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। সেখান থেকে চোখ-মুখ বেঁধে তাকে হত্যার উদ্দেশে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গিয়ে অমানুষিকভাবে নির্যাতন করা হয়। তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার দিয়ে গুলি করা হয়। এতে পায়ের ৩টি নখ উপড়ে যায়। এক সপ্তাহ ধরে লোমহর্ষক নির্যাতনের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কর্মী-সমর্থকরা তাকে তুলে নিয়ে হত্যার উদ্দেশে এ নির্যাতন চালায়।

এদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের দায়ের করা অপর মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে সশস্ত্র হামলা চালানো হয়। আ.লীগ নেতাকর্মীরা ধারালো হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে এই হামলা চালায়। তারা সেখানে ত্রাস সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় আ.লীগের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আ.লীগের আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১০

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

১১

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

১২

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

১৩

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১৪

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১৫

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১৬

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১৭

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৮

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৯

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

২০
X