ফেনীতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত শুক্রবার থেকে বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত টানা ছয় দিন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জনির নেতৃত্বে একটি দল জেলার দাগনভূঞা ও ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের আশ্রয়কেন্দ্রে যান এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া উদ্ধার কার্যক্রমেও অংশগ্রহণ করেন তারা।
ত্রাণসামগ্রী বিতরণের ধারাবাহিকতায় বিএনপি নেতা আব্দুল লতিফ জনি মঙ্গলবার (২৭ আগস্ট) ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম, হাসানপুর শাহ আলম চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজ, হাসানপুর প্রাথমিক বিদ্যালয়, হাসানপুর কাওসার চৌধুরী হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা, হাসানপুর দক্ষিণ ঈদগাহ উন্নয়ন সংলগ্ন ভবন শহীদ স্মরণি তোরণ এলাকায় বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী।
এ সময় জনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের মূল আদর্শ হলো মানবকল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো; যে কোনো দুর্যোগে ভুক্তভোগী সাধারণ মানুষের পাশে থাকা।
তিনি বলেন, ফেনী জেলার বন্যাকবলিত তিনটি উপজেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি। এমন পরিস্থিতিতে জনগণের দল হিসেবে বিএনপি ওইসব এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় তাদেরকে ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই বিএনপি নেতা।
মন্তব্য করুন