গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ২০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শামসুল ইসলাম বলেন, শহীদরা আমাদের অনুপ্রেরণা, এক অদম্য চেতনার সাইরেন। এ আন্দোলনে শাহাদাৎবরণকারী ভাইয়েরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছে। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছে একবিংশ শতাব্দীর সাহসী যুবক আবু সাঈদ এবং তার সঙ্গীরা।
অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি নিহতদের পরিবারের হাতে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
মন্তব্য করুন