কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে সায়েমের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে নারীর অনশন। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে নারীর অনশন। ছবি : কালবেলা

কুমিল্লার তিতাসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক নারী। তার দুই সন্তান আছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে উপজেলার আলীর গাঁও গ্রামে প্রেমিক সায়েমের বাড়িতে অনশনে বসেন এই দুই সন্তানের জননী।

অভিযুক্ত সায়েম একই গ্রামের জাকির হোসেনের ছেলে। এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন তিনি। ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে থাকতেন। তার ১টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় সায়েমের সঙ্গে। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোনে কথা হয়। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া ও শারীরিক সম্পর্ক হয়েছে তাদের। একসময় বিয়ের জন্য ওই নারী সায়েমকে চাপ দিতে থাকেন। তখন নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত সায়েম।

গত বুধবার প্রেমিক সায়েমের সঙ্গে এক পাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। এরপরই পাত্রী পক্ষ স্থানীয়দের কাছ থেকে জানতে পারে সায়েমের একটি প্রেমের সম্পর্ক আছে। পরে সায়েমের সঙ্গে ওই পাত্রীর বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। এ খবর পেয়ে ওই নারী বৃহস্পতিবার সকালে ছুটে আসেন প্রেমিক সায়েমের বাড়িতে। তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি।

ভুক্তভোগী নারী বলেন, বিয়ের আশ্বাসে আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে সায়েম। এখন বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাতে পারব না। মরা ছাড়া আমার কোনো উপায় নেই। সে আমাকে বিয়ের প্রোলভন দেখিয়ে লক্ষাধিক টাকাও হাতিয়ে নিয়েছে।

এদিকে, অভিযুক্ত প্রেমিক সায়েম বাড়ি থেকে আত্মগোপনে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, এই নারীর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। আমি নিজেই টাকা ইনকাম করি, আমি কেন তার কাছ থেকে টাকা নেব? এসব অভিযোগ মিথ্যা। যদি এর সত্যতা বা প্রমাণ দেখাতে পারে তাহলে আমি তাকে বিয়ে করব।

ভুক্তভোগী ওই নারী জানান, যতক্ষণ পর্যন্ত সায়েম ও তার পরিবার আমাকে বিয়ের আশ্বাস বা মেনে না নেবে আমি এখানেই অবস্থান করব। আমার জীবন থাকতে এখান থেকে সরে যাব না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ওই নারী অভিযুক্ত সায়েমের বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন জানান, এ বিষয়ে আমি খবর পেয়েছি। দুপক্ষের মধ্যে সমাধান করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের ‘জানাজা’ পড়লেন স্থানীয়রা

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

হোয়াইট হাউসের কাছে ২ জনকে গুলি

শেখ হাসিনা-জয়-পুতুলের দুর্নীতি মামলার রায় আজ

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

১০

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

১১

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

১২

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

১৩

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১৪

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১৫

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৭

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৮

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৯

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

২০
X