কয়েক দশকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন করা হলো শরীয়তপুর পৌরসভার অন্তর্গত বাঘিয়া সংলগ্ন ‘মুন্সী মাহমুদ আলী সড়কের’।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সড়কটির উদ্বোধন করা হয়।
জানা যায়, শরীয়তপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত হলেও দীর্ঘ ৪ দশকেও সড়কটি ছিল মাটির। সামান্য বৃষ্টিতেই তৈরি হতো জলাবদ্ধতা। যা মাড়িয়ে প্রতিদিন চলাচল করতে হতো আশপাশের বাসিন্দাদের। সড়কটির দুই পাশে রয়েছে অন্তত ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে হতে কাদা-পানি মাড়িয়ে। সড়কটি পাকা করার কাজ শুরু হওয়ায় দুর্ভোগ কমবে তাদের।
স্থানীয়রা জানান, সড়কটির অবস্থা বেহাল থাকায় এতদিন নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন কাজ শুরু হওয়ায় তারা আনন্দিত।
জানা গেছে, মরহুম মুন্সী মাহমুদ আলী ছিলেন একজন দানশীল ব্যক্তি। তিনি ২০০৬ সালে নিজ সম্পত্তি থেকে কয়েক কোটি টাকা মূল্যের একটি প্লট মাদ্রাসায় দান করেন। বর্তমানে যেখানে নির্মিত হয়েছে মাহমুদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। যেখানে শিক্ষার সুযোগ পাচ্ছেন আর্থিকভাবে অস্বচ্ছল ও এতিম শিক্ষার্থীরা। মূলত তার স্মৃতি ও দানশীলতাকে স্মরণে রাখতেই তার নামে সড়কটির নামকরণ করা হয়েছে।
সড়কটির ঠিকাদার জানিয়েছেন, প্রায় অর্ধ কিলোমিটারের এই সংযোগ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।
মন্তব্য করুন