ফেনী শহরের মহিপালে হত্যা মামলায় শাহাদাত হোসেন শাহীন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি ফেনী শহরের বারাহিপুর এলাকার আবু বক্কর সড়কের রেললাইন সংলগ্ন মৃত মো. সাদেকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সেদিনের ঘটনায় পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
পুলিশ সূত্র জানায়, হতাহতের ঘটনায় অস্ত্রসহ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে শাহাদাত হোসেন শাহীনের সংশ্লিষ্টতা পায়। রোববার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানার ওসি মো. রুহুল আমীন তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শাহীনকে ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন