ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী পাপনের নামে আরও একটি মামলা

নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা হয়েছে। এই নিয়ে পাপনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করার হলো।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মামুন মিয়া। বাদী ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মামুন।

মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত, পাপনের পিএস আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, আ.লীগ নেতা মির্জা সুলাইমান, শেফাতউল্লাহ, হাবিবুর রহমান ইকবাল, রাকিব রায়হান, অলিউর রহমান অলিসহ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের কয়েকজন সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১৭ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা বাদী মামুন মিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। পরে জীবন বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে তার একটি হাত কেটে ফেলতে হয়। এ কারণে ঘটনার ৪৩ দিন পর মামুন মিয়া রোববার আদালতে মামলাটি দায়ের করেন।

বাদী মামুন মিয়া বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন আমি ঘটনাস্থলে গাড়ি রেখে বাসায় যাওয়ার সময় পাপনের নির্দেশে আসামিরা আমার ওপর দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠিসহ বিস্ফোরকদ্রব্য নিয়ে আক্রমণ করে। এ সময় তারা আমার দুই হাতে কোপ দিলে আমি গুরুতর আহত হই। এতে আমি পঙ্গু হয়ে গেছি। বিচার পেতে আদালতে মামলা করেছি।

মামলার আসামি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, ‘মামুনের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, তা আমরা জানি না। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আমাদের নামে মিথ্যা মামলা হলো।’

মামলার বিষয়টি কিশোরগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার সরকার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগটি আদালতের বিচারক গ্রহণ করে অভিযোগটি ভৈরব থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করে ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এখানে উল্লেখ্য এর আগে নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ভৈরব থানায় ২টি ও কিশোরগঞ্জ সদর থানায় ১টি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১০

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

১১

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১২

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১৩

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১৪

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৬

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৭

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৮

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৯

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

২০
X