ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী পাপনের নামে আরও একটি মামলা

নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ আদালতে একটি মামলা হয়েছে। এই নিয়ে পাপনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করার হলো।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মামুন মিয়া। বাদী ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মামুন।

মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত, পাপনের পিএস আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, আ.লীগ নেতা মির্জা সুলাইমান, শেফাতউল্লাহ, হাবিবুর রহমান ইকবাল, রাকিব রায়হান, অলিউর রহমান অলিসহ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের কয়েকজন সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১৭ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ কায়সার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা বাদী মামুন মিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। পরে জীবন বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে তার একটি হাত কেটে ফেলতে হয়। এ কারণে ঘটনার ৪৩ দিন পর মামুন মিয়া রোববার আদালতে মামলাটি দায়ের করেন।

বাদী মামুন মিয়া বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন আমি ঘটনাস্থলে গাড়ি রেখে বাসায় যাওয়ার সময় পাপনের নির্দেশে আসামিরা আমার ওপর দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠিসহ বিস্ফোরকদ্রব্য নিয়ে আক্রমণ করে। এ সময় তারা আমার দুই হাতে কোপ দিলে আমি গুরুতর আহত হই। এতে আমি পঙ্গু হয়ে গেছি। বিচার পেতে আদালতে মামলা করেছি।

মামলার আসামি পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, ‘মামুনের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, তা আমরা জানি না। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আমাদের নামে মিথ্যা মামলা হলো।’

মামলার বিষয়টি কিশোরগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. স্বপন কুমার সরকার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বাদীর অভিযোগটি আদালতের বিচারক গ্রহণ করে অভিযোগটি ভৈরব থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করে ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এখানে উল্লেখ্য এর আগে নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ভৈরব থানায় ২টি ও কিশোরগঞ্জ সদর থানায় ১টি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X