মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

লোকালয়ে ১২ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতবাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতবাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতবাড়ি থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে অজগরটি উদ্ধার করা হয়। বিশালদেহী অজগরটির ওজন ২৩ কেজি।

ফরেস্ট অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ধুমঘাট হাজী চাঁন মিয়া স্কুলের পাশের একটা বাড়িতে হাসঁ খাওয়ার সময় স্থানীয়রা জাল ফেলে অজগরটি ধরে ফরেস্ট অফিসে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় ধুমঘাট ফরেস্ট অফিসের কর্মকর্তারা গিয়ে সাপটি উদ্ধার করে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুমঘাট চেক স্টেশনের ফরেস্টার মো. গাজী বাহার উদ্দিন বলেন, ধুমঘাট এলাকায় উদ্ধার হওয়া অজগরটি চট্টগ্রাম উত্তর বননিভাগের বিভাগীয় (ডিএফও) এসএম কায়সারের নির্দেশে সোমবার রাত সাড়ে ৮টায় মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সাপটি বানের পানিতে লোকালয়ে চলে আসছে।

বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।

জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

১০

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১১

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১২

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১৩

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৪

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৫

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

১৬

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

১৭

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

১৮

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

১৯

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

২০
X