বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় হওয়া আওয়ামী লীগ সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, একক রাজত্বের অশুভ শক্তি থেকে দেশ স্বাধীন হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহ ময়দানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণঅভ্যুত্থানে গেল ৫ আগস্ট এ দেশ থেকে শেখ হাসিনার মতো একজন দুর্বিনীত রক্তপিপাসু মহিলার বিদায় হয়েছে। আওয়ামী লীগ এ দেশে পরিবারতন্ত্র কায়েম করেছিল। এরই ফল হিসেবে দেশ থেকে পালাতে হয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় হওয়া আওয়ামী লীগ সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, একক রাজত্বের অশুভ শক্তি থেকে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে সুসংহত রাখতে হবে। যারা বর্তমান শান্ত পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে অরাজকতার সৃষ্টি করবে তাদের ধরে আইনের হাতে তুলে দিন, কেউ আইন হাতে তুলে নেবেন না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আমরা ত্রাণ নয়, ব্রাহ্মণপাড়ার বন্যাদুর্গত মানুষদের সহযোগিতা করতে এসেছি। ব্রাহ্মণপাড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবুও চারদিক এখনো পানিতে টইটুম্বুর। তবে বন্যা-পরবর্তী সময়ের প্রভাব আরও মারাত্মক হয়। বন্যা আক্রান্ত মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বন্যা-পরবর্তী সময়ে বন্যাকবলিত এলাকায় দেখা দেয় পানিবাহিত নানা রোগ।
রিজভী বলেন, আপনাদের পাশে আছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বন্যা-পরবর্তী সময়েও পাশে থাকবে। সন্ত্রাসী করে নয়, সেবা দিয়ে আপনাদের পাশে থাকবে বিএনপি। আজকে দেশের বিভিন্ন এলাকা থেকে বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এই ভ্রাতৃপ্রেম এতদিন ছিল না। আজকে প্রমাণিত হয়েছে এ দেশে শান্তি ফিরে এসেছে।
বিএনপির এ নেতা বলেন, আমরা আপনাদের পাশে ছিলাম এবং আছি। ত্রাণ তৎপরতায় আমাদের কোনো কার্পণ্য নেই। বিগত ১৬ বছর ধরে আমরা জনগণের পাশে ছিলাম। করোনা মহামারির সময়, বন্যা ও যে কোনো দুর্যোগের দুঃসময়ে আমরা এ দেশের মানুষের পাশে ছিলাম। যে কোনো দুর্যোগের সময় একদিকে দুর্যোগের ভয় অন্যদিকে পুলিশের ভয়। কখন যে আমাদের গ্রেপ্তার করে ফেলে। সামনে বিপদ, পেছনে বিপদ, তবুও আমরা মানুষের পাশে থেকেছি বেগম খালেদা জিয়ার ডাকে।
রিজভী আরও বলেন, এখন তো শেখ হাসিনার সেই তাণ্ডব নেই, শেখ হাসিনার সেই পুলিশি তাণ্ডব নেই, এখন শান্তিতে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারছি। যে কারণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী এই দুর্যোগ মুহূর্তে কেউ ঘরে বসে নেই। যার যার অবস্থানে থেকে আপনাদের সেবায় নিয়োজিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুর বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেনসহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন