চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ভর্তি মদ জব্দ

কনটেইনার তল্লাশি করে বিপুল বিদেশি মদ জব্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত
কনটেইনার তল্লাশি করে বিপুল বিদেশি মদ জব্দ করা হয়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি কনটেইনার তল্লাশি করে বিপুল বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালানটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এ কে এম খায়রুল বাশার।

জানা যায়, নারায়ণগঞ্জের আমদজি ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড। ঘোষণা দিয়েছিল চীন থেকে আমদানি করবে এক কনটেইনার ফেব্রিক্স পণ্য। কিন্তু চট্টগ্রাম বন্দরে এই পণ্য আসার পর দেখা যায় ফেব্রিক্স নয়, মিথ্যা ঘোষণায় আনা হয়েছে ১১ ব্রান্ডের ১১ হাজার ৬৭৮ লিটার বিদেশি মদ। যার মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

এ কে এম খায়রুল বাশার কালবেলাকে বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মদের চালান জব্দ করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনার থেকে এ মদের চালান আটক করা হয়।

তিনি বলেন, খালাসের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম নগরের আগ্রাবাদের গোলবাগের সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। কনটেইনারের ১ হাজার ১১৪টি কার্টন কায়িক পরীক্ষা করে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার মদ পাওয়া গেছে। ব্রান্ডগুলোর মধ্যে ছিল জ্যাক ড্যানিয়েলস, টেছেরস, স্মিরোনোফ, ব্যালানটাইনস, পাসপোর্ট স্কচ, চিভাস রিগাল, ফোর্থ স্ট্রিট, ১০০ পাইপার, রেপডস, এবসুলেট ভদকা, ব্লাক লেবেল। জব্দকৃত পণ্য চালানের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। অর্থাৎ পণ্যচালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ১২ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির দেওয়ার অপচেষ্টা প্রচেষ্টায় রোধ করা সম্ভব হয়েছে।

কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান কালবেলাকে বলেন, এর আগে গত জুন মাসের ২৭ তারিখে এআইআর শাখা কর্তৃক ৫০ লাখ শলাকা সিগারেট আটক করা হয়। যেখানে আমদানিকারক কর্তৃক ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন। এরই ধারাবাহিকতায় এআইআর শাখার চৌকস টিম মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিকৃত মদের চালান আটক করে সরকারি রাজস্ব সুরক্ষিত করে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১০

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১১

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১২

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৩

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৪

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৫

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৬

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৭

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৮

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১৯

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

২০
X