রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা হত্যায় আ.লীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন ও আ. লীগ নেতা আসাদুজ্জামান আসাদ। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন ও আ. লীগ নেতা আসাদুজ্জামান আসাদ। ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। এ ছাড়া ১০ হাজার টাকা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আসাদুজ্জামান আসাদ। তিনি নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগ নেতা। আলোচিত এই মামলার রায়ে আসাদুজ্জামানের দুই ভাই ফয়সাল শাহ ফটিক ও আলীম আল রাজিও আসামি ছিলেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

রায় ঘোষণার পর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩০ জুন মামলাটি নিষ্পত্তির জন্য নাটোর জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। এরপর আদালতে পর্যায়ক্রমে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজকে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে আসাদুজ্জামান আসাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পলাতক আছেন। রায়ের সময় অন্য দুজন কারাবন্দিকে আদালতে হাজির করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা বেকসুর খালাস পেয়েছেন।

রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। যেদিন গ্রেপ্তার হবেন সেই দিন থেকেই তার সাজা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালতের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মসজিদের মাইক চুরি নিয়ে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামিউল আলীম ওরফে জীবনকে ওই চুরির ঘটনায় জড়িত করে তালিকা করা হয়। বিষয়টি জানতে পেরে ওই রাতেই জীবন ফেসবুক লাইভে গিয়ে সালিশ ষড়যন্ত্রমূলক ও আক্রোশবশত করা হয়েছে বলে অভিযোগ করেন। এতে তিনি উপজেলা চেয়ারম্যানের সমালোচনা করেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার সংলগ্ন চার রাস্তার মোড়ে যান। তারা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জামিউল আলীম জীবন ও তার বাবা ফরহাদ শাহকে ধরে পিটিয়ে গুরুতর আহত করেন।

স্বামী ও ছেলেকে মারধরের ঘটনায় ২০ সেপ্টেম্বর জামিউলের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন। এতে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও তার দুই ভাইকে আসামি করা হয়। ঘটনার চার দিন পর ২৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যু হয়। এরপর সেই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মূল আসামি পলাতক ছিলেন। মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩১ জানুয়ারি আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নলডাঙ্গা থানার এসআই মানিক কুমার চৌধুরী। হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় আসাদুজ্জামানকে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়। এতে তিনি আ.লীগের দলীয় পদও হারান।

এদিকে মূল আসামির যাবজ্জীবন সাজা ও দুই আসামি খালাসের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত জামিউলের মা ও মামলার বাদী জাহানারা বেগম। তারা এ ঘটনায় মৃত্যুদণ্ড আশা করছিলেন বলে জানান। তাই এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১০

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১১

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১২

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৩

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৪

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৫

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৬

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৭

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৮

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৯

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

২০
X