চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালের পানিতে ঝাঁপ দেওয়া এক নারীকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদের (৬৫) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাতকপাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদা ব্রিজ এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালে ঝাঁপ দেয় নারী।

নিহত আবুল কালাম আলমডাঙ্গা পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা ব্রিজ থেকে জিকে খালের পানিতে ঝাঁপ দেন এক নারী। তাকে উদ্ধার না করে উপস্থিত জনতা মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। পরে সেখানে উপস্থিত হয়ে মুহূর্তেই খালে ঝাঁপিয়ে পড়েন আবুল কালাম।

একপর্যায়ে ওই নারীকে তিনি ধরে ফেলেন এবং অন্য এক ব্যক্তির সহযোগিতায় ওই নারীকে ডাঙায় পাঠিয়ে দেন। তবে কিছুক্ষণ পরই প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান আবুল কালাম। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতে খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে অভিযান চালায়।

ডাউকি গ্রামের বাসিন্দা কৃষক হাসেম আলী বলেন, আজ সকালে জিকে খালে জাল পাততে আসি। এ সময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে খবর দিই। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করে।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, গত দুদিন নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল সংগ্রহ করেছে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়েছে। এরপরও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। খালের পানি বেশি থাকায় ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছিল।

তিনি বলেন, খালের প্রায় ৩ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। উদ্ধার এলাকা থেকে এক কিলোমিটার দূরে আজ সকালে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, শেষ স্ট্যাটাস ভাইরাল

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

৩ বছর বিদেশে থেকেও ভোগ করেন বেতন-ভাতা

রহস্যময় বেলুনে লিথুনিয়ার বিমানবন্দর বন্ধ

বাউল শিল্পী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

রাতে ঘুমানোর আগে ঘরোয়া টোটকায় পা হবে নরম তুলতুলে

সিনিয়রদের মুখের ভাষাকে দুর্ভিক্ষ বলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

১০

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

১১

দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন কেন উইলিয়ামসন

১২

মার্কিন ভিসা না পাওয়ায় ভারতীয় চিকিৎসকের আত্মহত্যা

১৩

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৪

বনশ্রীতে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

১৫

ধরা দেওয়া শিরোপা হাতছাড়া হওয়ার পর যা বললেন আকবর

১৬

মানুষ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে : চরমোনাই পীর

১৭

লা লিগায় আবারও হোঁচট খেল রিয়াল

১৮

হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

১৯

এসির রিমোটে লুকানো ‘গোপন’ সুইচে বিদ্যুৎ বিল হবে অর্ধেক

২০
X