চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালের পানিতে ঝাঁপ দেওয়া এক নারীকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ আবুল কালাম আজাদের (৬৫) মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাতকপাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদা ব্রিজ এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালে ঝাঁপ দেয় নারী।

নিহত আবুল কালাম আলমডাঙ্গা পৌর এলাকার কাঁচাবাজার পাড়ার প্রয়াত আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা ব্রিজ থেকে জিকে খালের পানিতে ঝাঁপ দেন এক নারী। তাকে উদ্ধার না করে উপস্থিত জনতা মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। পরে সেখানে উপস্থিত হয়ে মুহূর্তেই খালে ঝাঁপিয়ে পড়েন আবুল কালাম।

একপর্যায়ে ওই নারীকে তিনি ধরে ফেলেন এবং অন্য এক ব্যক্তির সহযোগিতায় ওই নারীকে ডাঙায় পাঠিয়ে দেন। তবে কিছুক্ষণ পরই প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান আবুল কালাম। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতে খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে অভিযান চালায়।

ডাউকি গ্রামের বাসিন্দা কৃষক হাসেম আলী বলেন, আজ সকালে জিকে খালে জাল পাততে আসি। এ সময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে খবর দিই। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহের পরিচয় নিশ্চিত করে।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া বলেন, গত দুদিন নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল সংগ্রহ করেছে।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত মরদেহ উদ্ধার অভিযান চালানো হয়েছে। এরপরও নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। খালের পানি বেশি থাকায় ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছিল।

তিনি বলেন, খালের প্রায় ৩ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। উদ্ধার এলাকা থেকে এক কিলোমিটার দূরে আজ সকালে ওই বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৪ ধরনের মানুষের জন্য রসুন ক্ষতিকর

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

কাতারে হামলার নিন্দা জানাতে বৈঠকে বসছেন মুসলিম নেতারা

ট্রাম্পে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে যে প্রতিক্রিয়া জানাল চীন 

যুক্তরাষ্ট্রের মহড়ার আগে কঠোর বার্তা উত্তর কোরিয়ার

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

ক্রিকেটে এমন লজ্জার রেকর্ড বাংলাদেশ বাদে আর কেউই করেনি

ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র কে?

ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করব : জিতু

১০

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলাচেষ্টার ঘটনায় সরকারের বিবৃতি

১১

ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে খাবারের ৭ সহজ অভ্যাস

১২

পাবনায় হরতাল চলছে

১৩

গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

১৪

যে সমীকরণ মিললেই সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের

১৫

স্পিডবোট উল্টে নিখোঁজদের মধ্যে আরও দুজনের লাশ উদ্ধার

১৬

পূজার প্রস্তুতি / ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন

১৭

বিপদ থেকে রক্ষা পেলেন চমক 

১৮

সৌদির ওপর দিয়ে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন

১৯

ডাকসু নির্বাচনে জয় জুলাই প্রজন্মের, শহীদদের আকাঙ্ক্ষার: সাদিক কায়েম

২০
X