বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে বিএনপির মামলা

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী টিসিবির ডিলাররা। ছবি : কালবেলা
বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী টিসিবির ডিলাররা। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। তাদের কাছ থেকে প্রতি মাসে ৩৫০০ টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলা থেকে নাম কাটার জন্য আলাদা করে ৫০ হাজার টাকা দাবি করারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি টিসিবির ডিলাররা।

উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী এ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে টিসিবির ডিলার মাসুদ রানা বলেন, উপজেলার একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে উপজেলার ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলা করা করেছে। মামলার বাদী শিবগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম আমিনুল হলেও তিনি ভুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ডিলারদের বিরুদ্ধে ওই মামলা করেন।

মামলা দায়েরের পর থেকে বাদী ও সাক্ষীরা মোবাইল ফোনে এবং তাদের লোকের মাধ্যেমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলেছে। তাদের হুমকির কারণে সরকার কর্তৃক সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত টিসিবির মালামাল প্রদানের দায়িত্ব কেউ গ্রহণ করছে না। এ অবস্থায় ডিলাররা অসহায় হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী প্রত্যেক টিসিবির ডিলারদের কাছ থেকে প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করছে। এসব বাধার কারণে টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে পৌঁছে দিতে জটিলতা দেখা দিয়েছে।

এদিকে মীর শাহে আলমের ভাতিজা মীর মুন, আব্দুল বারী ডিলারদের প্রতিনিধিদের কাছে প্রস্তাব দেয় যে, তারা প্রশাসনকে বলে সমস্যার সমাধান করে দিতে পারবে। বিনিময়ে ডিলারদের থেকে ৫ হাজার টাকা করে দিতে হবে। এছাড়াও প্রত্যেক ডিলার প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে দিলে মীর শাহে আলম উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বলে দিলে ডিলারদের আর টিসিবির পণ্য তুলতে সমস্যা হবে না।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলায় টিসিবির ডিলাররা পণ্য নিয়ে এসব জটিলতা কাটিয়ে উঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব, রুবেল, ইফতেখারুল আলম, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, মেহেদী, রাসেল, মিল্লাত, রাজ্জাক, রহেদুল শেফালী প্রমুখ।

এর আগে গত সোমবার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে সে মামলা থেকে নাম প্রত্যাহার করে নিতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও ভুক্তভোগী নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X