বগুড়ার শিবগঞ্জে ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। তাদের কাছ থেকে প্রতি মাসে ৩৫০০ টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলা থেকে নাম কাটার জন্য আলাদা করে ৫০ হাজার টাকা দাবি করারও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি টিসিবির ডিলাররা।
উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী এ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেন তারা।
সম্মেলনে লিখিত বক্তব্যে টিসিবির ডিলার মাসুদ রানা বলেন, উপজেলার একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে উপজেলার ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলা করা করেছে। মামলার বাদী শিবগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম আমিনুল হলেও তিনি ভুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ডিলারদের বিরুদ্ধে ওই মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে বাদী ও সাক্ষীরা মোবাইল ফোনে এবং তাদের লোকের মাধ্যেমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলেছে। তাদের হুমকির কারণে সরকার কর্তৃক সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত টিসিবির মালামাল প্রদানের দায়িত্ব কেউ গ্রহণ করছে না। এ অবস্থায় ডিলাররা অসহায় হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী প্রত্যেক টিসিবির ডিলারদের কাছ থেকে প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করছে। এসব বাধার কারণে টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে পৌঁছে দিতে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে মীর শাহে আলমের ভাতিজা মীর মুন, আব্দুল বারী ডিলারদের প্রতিনিধিদের কাছে প্রস্তাব দেয় যে, তারা প্রশাসনকে বলে সমস্যার সমাধান করে দিতে পারবে। বিনিময়ে ডিলারদের থেকে ৫ হাজার টাকা করে দিতে হবে। এছাড়াও প্রত্যেক ডিলার প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে দিলে মীর শাহে আলম উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বলে দিলে ডিলারদের আর টিসিবির পণ্য তুলতে সমস্যা হবে না।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলায় টিসিবির ডিলাররা পণ্য নিয়ে এসব জটিলতা কাটিয়ে উঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব, রুবেল, ইফতেখারুল আলম, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, মেহেদী, রাসেল, মিল্লাত, রাজ্জাক, রহেদুল শেফালী প্রমুখ।
এর আগে গত সোমবার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে সে মামলা থেকে নাম প্রত্যাহার করে নিতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও ভুক্তভোগী নেতাকর্মীরা।
মন্তব্য করুন