বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে বিএনপির মামলা

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী টিসিবির ডিলাররা। ছবি : কালবেলা
বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী টিসিবির ডিলাররা। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। তাদের কাছ থেকে প্রতি মাসে ৩৫০০ টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলা থেকে নাম কাটার জন্য আলাদা করে ৫০ হাজার টাকা দাবি করারও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগি টিসিবির ডিলাররা।

উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে তার ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী এ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে টিসিবির ডিলার মাসুদ রানা বলেন, উপজেলার একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে উপজেলার ২৮ টিসিবির ডিলারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে একটি মিথ্যা মামলা করা করেছে। মামলার বাদী শিবগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম আমিনুল হলেও তিনি ভুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে ডিলারদের বিরুদ্ধে ওই মামলা করেন।

মামলা দায়েরের পর থেকে বাদী ও সাক্ষীরা মোবাইল ফোনে এবং তাদের লোকের মাধ্যেমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলেছে। তাদের হুমকির কারণে সরকার কর্তৃক সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত টিসিবির মালামাল প্রদানের দায়িত্ব কেউ গ্রহণ করছে না। এ অবস্থায় ডিলাররা অসহায় হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের প্রত্যক্ষ মদদে ভাতিজা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী প্রত্যেক টিসিবির ডিলারদের কাছ থেকে প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করছে। এসব বাধার কারণে টিসিবির পণ্য কার্ডধারীদের কাছে পৌঁছে দিতে জটিলতা দেখা দিয়েছে।

এদিকে মীর শাহে আলমের ভাতিজা মীর মুন, আব্দুল বারী ডিলারদের প্রতিনিধিদের কাছে প্রস্তাব দেয় যে, তারা প্রশাসনকে বলে সমস্যার সমাধান করে দিতে পারবে। বিনিময়ে ডিলারদের থেকে ৫ হাজার টাকা করে দিতে হবে। এছাড়াও প্রত্যেক ডিলার প্রতি মাসে সাড়ে ৩ হাজার টাকা করে দিলে মীর শাহে আলম উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বলে দিলে ডিলারদের আর টিসিবির পণ্য তুলতে সমস্যা হবে না।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলায় টিসিবির ডিলাররা পণ্য নিয়ে এসব জটিলতা কাটিয়ে উঠার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন আহসান হাবিব, রুবেল, ইফতেখারুল আলম, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, মেহেদী, রাসেল, মিল্লাত, রাজ্জাক, রহেদুল শেফালী প্রমুখ।

এর আগে গত সোমবার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে সে মামলা থেকে নাম প্রত্যাহার করে নিতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও ভুক্তভোগী নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গন্ধ ছড়ালে সন্দেহ হয় এলাকাবাসীর, বের হয়ে আসে লোমহর্ষক দৃশ্য

বিমানবন্দরে ধরা খেলেন পাকিস্তানের ২২ ‘খেলোয়াড়’

প্রেম-বিচ্ছেদ নিয়ে যা বললেন তানিশা মুখার্জি

ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা, কারণ জানাল বিএসসিএল

দ্রুত নির্বাচন অনুষ্ঠানে দিনে ১৮ ঘণ্টা কাজ করবেন নেপালের প্রধানমন্ত্রী

‘আমাদের জীবন যেন থেমে আছে এই মহাসড়কে’

লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

নেই খাবার ও টয়লেট, জর্জিয়ায় ৫৬ ভারতীয়র সঙ্গে পশুর মতো আচরণ

জুলাই-আগস্ট আন্দোলন / আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

১০

কলেজছাত্র হত্যায় পিচ্চি আকাশসহ গ্রেপ্তার ২

১১

জিপিএস ব্যবহারে ভয় পাচ্ছে ইরান

১২

ব্যাংকিং টিপস / সঞ্চয়পত্র নাকি এফডিআর—কোনটায় কী সুবিধা-অসুবিধা

১৩

রাজধানীর সাতরাস্তার মোড়ে অবরোধ

১৪

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও

১৫

রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা: বাংলাদেশি ব্যবসার বিশ্বমুখী সম্ভাবনা

১৭

পূজায় ফিটনেস ঠিক রাখতে এড়িয়ে চলুন ৯ ভুল

১৮

আমির-সালমানকে নিয়ে কটাক্ষ করলেন হৃতিক

১৯

মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

২০
X