সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে উবায়দুল হক (৩৩) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোভাছড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
আটক উবায়দুল হক চট্টগ্রামের লাঙ্গলমুরা এলাকার সৈয়দুল হকপর ছেলে। তিনি চট্টগ্রামের একজন ব্যবসায়ী।
কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবি উবায়দুল হককে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন