লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন মহলের মতবিনিময়

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার স্থানীয় সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। একইসঙ্গে নবাগত জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের কাছে তার কর্মময় ও ব্যক্তিগত জীবনের পরিচয় তুলে ধরেন।

এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, ছাত্র আন্দোলনের নেতারাসহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, সরকারের নির্দেশনাগুলো যেভাবে আসবে, ওইসব কাজগুলো গুরুত্ব দিয়ে কাজ করা হবে। আপনারা জেলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। এসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করব। পূর্বের জেলা প্রশাসককে যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নসহ লক্ষ্মীপুর জেলাকে লক্ষ্মী জেলা হিসেবে রূপান্তরিত করবেন এমনটাই প্রত্যাশা করেন জেলাবাসী। মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৬ নভেম্বর ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন রাজীব কুমার সরকার। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে টানা ১৪ বছর কাজ করার পর ২০২২ সালের ১৬ নভেম্বর তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব পদে যোগদান করেন। গত ১২ সেপ্টেম্বর তিনি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন।

রাজীব কুমার সরকার ১৯৮০ সালের ২৬ অক্টোবর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের সর্বস্তরে অসাধারণ কৃতিত্বের অধিকারী রাজীব কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে ডিস্টিংশনসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সহপাঠ্যক্রমিক কার্যক্রমে ছাত্রজীবন থেকেই তিনি পারদর্শী। আবৃত্তি, বিতর্ক, রচনা লিখনসহ বিভিন্ন প্রতিযোগিতায় তিনি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। ২০০৭ সালে ১৮তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় এবং তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। একজন মননশীল লেখক হিসেবেও তিনি পরিচিত। শিল্প, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী রাজীব কুমার সরকার একজন জনবান্ধব, সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে সুপরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X