চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল

চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল। ছবি : মোহাম্মদ সুমন
চট্টগ্রামে বিএনপির মিছিল-সমাবেশে মানুষের ঢল। ছবি : মোহাম্মদ সুমন

বহু বছর পর হাজার হাজার নেতাকর্মীর মুখে জিয়ার সৈনিক স্লোগানে মুখরিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা করে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুর থেকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদের আশপাশের এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার বিএনপির নেতাকর্মী। যেন মানুষের ঢল নেমেছিল নগরে। পরে নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘীর মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এটি ‘স্মরণকালের সবচেয়ে বড় শোভাযাত্রা’ বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, আমরা মুক্ত পরিবেশে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ শান্তিপূর্ণভাবে বন্দরনগরী চট্টগ্রামে শোভাযাত্রা করেছি। এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রা সফল করতে কাজ করেছেন।

নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। তারা খণ্ড খণ্ড মিছিল করে জমিয়তুল ফালাহ মসজিদ এলাকার সমাবেশে অংশ নেন।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রার মঞ্চে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

এ ছাড়া আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি নেতারা।

অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১০

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

১২

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১৩

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১৪

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১৫

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১৬

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১৭

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১৮

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৯

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

২০
X