ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জানালায় ঝুলছিল পিকআপ ভ্যানচালকের লাশ 

নিহত পিকআপ ভ্যানচালক জুয়েল মিয়া। ছবি : কালবেলা
নিহত পিকআপ ভ্যানচালক জুয়েল মিয়া। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. জুয়েল মিয়া নামে এক পিকআপ ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল মিয়া (২৭) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির মানিকনগর এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে। তিনি মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্ত্রী তামান্না আক্তার বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জুয়েল বাসায় ফেরেন। এ সময় দরজা খুলে দিলে জুয়েল হাতমুখ ধোয়ার কথা বলে পাশের একটি কক্ষে যান। পরে অনেকক্ষণ ধরে সে ওই ঘর থেকে বের না হওয়ায় গিয়ে দেখি ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ।

তিনি বলেন, ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাইনি। তার মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও সে রিসিভ না করায় আশপাশের লোকদের ডেকে আনি। লোকজন এসে দরজা ভেঙে দেখতে পান জুয়েল জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, প্রায় দুই মাস হলো জুয়েল ও তামান্না দম্পতি আমাদের ঘরে ভাড়ায় থাকেন। তাদের মধ্যে কখনো কলহ দেখিনি। আজ ভোরে জুয়েলের স্ত্রী তামান্নার চিৎকার শুনে আমরা ওই ঘরে গিয়ে দেখি একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ।

তিনি বলেন, নিহতের স্ত্রী তামান্না জানায় তার স্বামী ওই কক্ষে আছে এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছে না। তখন আমরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পাই জুয়েল জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। আমরা থানা পুলিশকে খবর দিলে তারা এসে জুয়েলের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার খোলা থাকবে ব্যাংক

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

সীমান্তে নারী-শিশুসহ ১১ অনুপ্রবেশকারী আটক

ভারতে পালানোর সময় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নামাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল, ঘরে ঢুকে মাথায় গুলি

প্রতিদিন মদ খেলে মস্তিষ্কে যা ঘটে জানাচ্ছে গবেষণা

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

জঙ্গলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

১০

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি যেসব দল

১১

কালবেলা পাঠকদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে : টুকু

১২

সাতক্ষীরার তিন কলেজে পাস করেনি কেউ

১৩

রুই মাছের ৮ পদ, আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের রেসিপিটি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেব’

১৫

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

১৬

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

১৭

ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

১৮

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

১৯

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

২০
X