চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় চকরিয়ার ৫৪টি রাস্তা ক্ষতিগ্রস্ত

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার সড়ক। ছবি : কালবেলা
বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার সড়ক। ছবি : কালবেলা

কক্সবাজারে চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ২৮৬টি রাস্তার মধ্যে ৫৪টি রাস্তার ১৪ হাজার ৫৩০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ১৮ কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়।

উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষতি নিরূপণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

বেসরকারি হিসেবে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

এদিকে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং মগপাড়া সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। এদিকে হারবাং মগপাড়া সড়ক হারবাং জমিদারপাড়া-নাপিতের চিতা সড়কের নাজুক অবস্থায় হয়েছে বলে হারবাং স্থানীয় সমাজসেবক আজিজুল হক, রফিকুল ইসলাম ও গ্রাম পুলিশের দফাদার জাহেদ জানিয়েছেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান কালবেলাকে বলেন, বরইতলী ইউপি বায়া নাসির মুখের ঘাটা সড়ক, বরইতলী আরএইচডি-আলমনগর সড়ক, বিবিরখিল দক্ষিণ পাড়া সড়ক, একতা বাজার পোকখাইয়া ঝিরি সড়কের নাজুক অবস্থা দেখা দিয়েছে। গাড়ি চলাচল করতে পারছে না। এ নিয়ে মানুষ বড় বিপাকে পড়েছে। সরকারের কোনো বরাদ্দ পাইনি আমি।

স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদের ভেওলা-ঢেমুশিয়া-কোনাখালী সড়ক, সাহারবিল ইউপি টু বেতুয়া বাজার সড়ক, দৈংগাকাটা ব্রিজ চাঁদের বাপের পাড়া ও হারবাং বরইতলী সড়ক, পহরচান্দা শিকদারপাড়া গোবিন্দপুর সড়ক, হারবাং পশ্চিম বড়ুয়া পাড়া সড়ক, হারবাং ফরেস্ট অফিস-কোরবানিয়াঘোনা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা মেরামতের জন্য এলাকাবাসীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মেরামত না হলে এলাকায় উৎপাদিত পণ্য ও কাঁচামাল সরবরাহ করতে সমস্যায় পড়তে হয় বলে স্থানীয় কৃষক বেলাল উদিন, কামাল হোসেন, আবুল কালাম মেম্বার, হেলাল উদিন সাওদাগর ও নুরুল আলম জানিয়েছেন।

এদিকে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানান, কোনো বরাদ্দ না পাওয়ায় ফের মেরামতের কাজে হাত দিতে পারছি না, তবে জরুরিভিত্তিতে চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X