বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে দাওয়াত দিলি না কেন, বলেই প্রবাসীর মাথায় আঘাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুমিল্লায় পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে জাকির হোসেন নামের এক লন্ডনপ্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলার শিকার জাকিরের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাইয়ের স্ত্রী সূচনা আক্তার বাদী হয়ে গত বুধবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ৭ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেছেন। জাকির জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রামের আনু মিয়ার ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ লন্ডনে বসবাস করেন। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, লেদা মিয়ার ছেলে জহিরুল ইসলাম, গেদা মিয়ার ছেলে মনির হোসেন, হারুন উদ্দিনের ছেলে জালাল মিয়া ও জোহর আলীর ছেলে বোরহান উদ্দিন। বাদীপক্ষের আইনজীবী আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বরুড়া থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলায় সূত্রে জানা যায়, দুলাল ও একই এলাকার লেদা মিয়ার ছেলে জহির এবং মনিরসহ বেশ কয়েকজন সরকার পতনের পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। ভিকটিম জাকির হোসেন গত ১০ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করেন। কয়েকদিন আগে তিনি দেশে আসেন। দেশে এসেই নিজ বাড়িতে আত্মীয়স্বজনের জন্য একটি পারিবারিক ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় এলাকার দুলাল মিয়াসহ বেশ কয়েকজন প্রবাসী জাকিরকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন। গত ১০ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় শিলমুড়ি বাজারে কেনাকাটা করতে যান জাকির। এ সময় দুলাল মিয়া তাকে দেখে দৌড়ে ‘এসে আমাকে দাওয়াত দিলি না কেন’—বলেই পাশে থাকা একটি ইট দিয়ে জাকিরের মাথায় আঘাত করেন। এ সময় দুলালের সহযোগী হিসেবে জহির, মনির, জালাল ও বোরহান উদ্দিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রসহ ভিকটিম জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যান। বর্তমানে চিকিৎসাধীন আছেন জাকির। মামলার বাদী ও ভুক্তভোগী জাকির হোসেনের ছোট ভাইয়ের স্ত্রী সূচনা আক্তার বলেন, প্রতিপক্ষের লোকজন খুবই সাংঘাতিক। ঘটনার পর থেকে আমরা এলাকা ছাড়া। এ ঘটনায় বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আদালতের তদন্তের নির্দেশ থানায় এসে পৌঁছে থাকলে সঠিক তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছেন দীপিকা 

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১০

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

১১

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

১২

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

১৩

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

১৪

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১৫

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১৭

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১৮

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১৯

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

২০
X