কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। ছবি : কালবেলা
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। ছবি : কালবেলা

রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক। এছাড়া এতে অংশ নেন জেলার ৫টি উপজেলার শতাধিক সাংবাদিক।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, মনিরুজ্জামান খান রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও অরাজনৈতিক ব্যক্তি। তিনি এই অঞ্চলে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এমনকি সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট তিনি রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং নিজ অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয় বিতরণ করেছেন।

এতে আরও বলা হয়, ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হয়েও মোহাম্মদ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলকভাবে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, সাভার থানার দুটি মামলায় আসামি করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালীসহ বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোনো ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে কোনো ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা নেই, এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার ঘটনা হতবাক ও বিস্মিত তারা।

স্মারকলিপিতে দাবি করা হয়, মোহাম্মদ মনিরুজ্জামান খান নিজের চোখের চিকিৎসার জন্য গত ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে ছিলেন। এরপর ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে গত ৬ থেকে ১২ আগস্ট তিনি দেশের বাইরে ছিলেন। যে সময়ে তিনি দেশের বাইরে ছিলেন ওই সময়ের ঘটনায় তাকে আসামি করা হয়েছে, যা মোটেও কাম্য নয়। রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত দাবি করা হয় ও উল্লিখিত মামলা থেকে তাকে অব্যাহতির দাবি জানানো হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি উপদেষ্টা পরিষদকে অবহিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X