ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘নবীর দেখানো পথে রাষ্ট্র উপহার দিতে চায় জামায়াত’

ঠাকুরগাঁওয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. দেলাওয়ার হোসেন। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মো. দেলাওয়ার হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগরীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেন ভিন্ন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলেছেন, কে কোন ধর্মের মানুষ, সেটি বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো তার নিরাপত্তা দেওয়া।

তিনি বলেন, একটি নিরাপদ, শান্ত-সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। আমাদের প্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ রাসুলের দেখানো পথ অনুসরণ করে সে ধরনের সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চায়। যেখানে সবার নিরাপত্তা থাকবে। থাকবে ন্যায়বিচার, থাকবে না কোনো অবিচার। থাকবে না দুর্নীতি, সুদ ও ঘুষ। যেটাই মানুষের জন্য অকল্যাণ, তা নির্মূল করে আমরা একটি সম্প্রীতি, নিরাপদ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য কাজ করব ইনশাআল্লাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা চেয়ে মো. দেলাওয়ার হোসেন বলেন, আগামী দুর্গাপূজা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। এখন থেকেই দুর্গাপূজাকে ঘিরে নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে ও নিশ্চিন্তে-নির্দ্বিধায় আপনারা যেন পূজা উদযাপন করতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটি করা আছে। যেখানে যারা আছে, তাদের সঙ্গে কথা বলে ও মতবিনিময় করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়ে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, আপনারা যদি মনে করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের জামায়াতের ভাইরা আপনাদের পাশে নিরাপত্তার বেষ্টনী হয়ে থাকবে, তাতেও আমরা রাজি আছি। যদি আপনার চান, আমাদের স্থানীয় দায়িত্বশীল যারা আছেন, আপনারা তাদের সঙ্গে নির্দ্বিধায় আপনাদের সমস্যা ও প্রয়োজনের কথা বলবেন। সেই প্রয়োজন পূরণে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

সবাইকে আহ্বান জানিয়ে মো. দেলাওয়ার হোসেন বলেন, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিই। দেশ যদি সমৃদ্ধ হয়, তার সুফল সব মানুষ পাবে ইনশাআল্লাহ। দেশ নিরাপদ হলে সব মানুষ নিরাপত্তা পাবে। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রাদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সবাইকে সবাই সহযোগিতা করে এগিয়ে যাই।

ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন নেতা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

বাবর ও তানভীরের সঙ্গে মাউন্ট মানাসলুর শীর্ষে অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড

শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ

রংপুরের বিএনপি নেতা লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

১০

এসজেডএমসি ডে-২০২৫ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে : তথ্য উপদেষ্টা

১২

খুলনায় বাঁধ ভেঙে প্লা‌বিত শত শত মা‌ছের ঘের, পা‌নির নি‌চে ৫‌ গ্রাম

১৩

ট্রেনের ছাদ বাঁকা কেন হয়? আসল রহস্য জেনে নিন

১৪

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রিমান্ডে 

১৫

দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আ.লীগ নেতার

১৬

এনবিআর সদস্য বেলালকে সরিয়ে প্রজ্ঞাপন

১৭

কোরআনের একাধিক আয়াতে যে ভূখণ্ডকে বরকতময় বলা হয়েছে

১৮

রিফাইন্ড আ.লীগ তৈরিতে কাজ করছে খুলনার আলোচিত ডা. শেখ বাহারুল

১৯

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চোলাই মদ

২০
X