শ্বশুর-শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের দুই মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে মোছা. জান্নাতী খাতুন (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাতী খাতুন ওই গ্রামের মো. আশিকের স্ত্রী এবং একই উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। বিষয়টি নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশরাফ আলী নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও নববধূর স্বজনরা জানান, গত মে মাসের শেষের দিকে সোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জান্নাতীর সঙ্গে বাঁশবাড়ীয়া গ্রামে মো. আলম হোসেনের ছেলে আশিকের বিয়ে হয়। আর বিয়ের পর থেকেই জান্নাতীর সঙ্গে সাংসারিক কাজের বিষয়ে ভুল ধরে শ্বশুর আলম হোসেন এবং শাশুড়ি আয়সা খাতুন শারীরিক ও অমানুষিক নির্যাতন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে আবারও সাংসারিক বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ি গৃহবধূ জান্নাতীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এতে রাতে খাবার না খেয়েই জান্নাতী ঘুমিয়ে পড়েন।
এ দিকে সকালে ঘুম থেকে উঠে স্বামী আশিক বাড়ি থেকে বেরিয়ে গেলে জান্নাতী শোয়ার ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে ঘরের মধ্যে জান্নাতীর মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাব।
মন্তব্য করুন