শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভুল কীটনাশকে কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ভুল কীটনাশকে মরে যায় কৃষকের বেগুন ক্ষেত। ছবি : কালবেলা
ভুল কীটনাশকে মরে যায় কৃষকের বেগুন ক্ষেত। ছবি : কালবেলা

শেরপুরে ভুল কীটনাশক দিয়ে এক বিঘা জমির বেগুনের ক্ষেত নষ্ট করার অভিযোগ তুলেছেন আবুল হোসেন নামে এক কৃষক। সদর উপজেলার বলাইরচর কান্দাপাড়া গ্রামের ওই কৃষক গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মঞ্জু মিয়ার দোকান থেকে বেগুনের পোকা দমনের কীটনাশক চাইলে সে আগাছা দমনের কীটনাশক দেয়। পরবর্তী সময়ে কীটনাশক প্রয়োগে মরে যায় সব বেগুনগাছ। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতির শিকার হন ওই কৃষক।

এ ঘটনায় স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মঞ্জু মিয়ার বিরুদ্ধে সালিশ বসলেও উল্টো নানা ধরনের হুমকির শিকার হচ্ছে ক্ষতিগ্রস্ত ওই পরিবারটি। গ্রামবাসী বলছেন, ওই কীটনাশক ব্যবসায়ী একজন মুদি দোকানদার অথচ কীটনাশকসহ নানা ধরনের বালাইনাশক বিক্রি করে এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি করে আসছে।

স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার বলাইরচর কান্দাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক আবুল হোসেন। তিনি প্রতি বছরের মতো এবারও এক বিঘা জমিতে উন্নত জাতের বেগুনের চাষ করেছেন। তার ক্ষেতের প্রায় সব গাছেই ঝুলছে বেগুন। এরই মধ্যে বেগুন বিক্রিও শুরু করেছেন। তবে মাঝেমধ্যে দু-একটি বেগুন গাছে দেখা দেয় পোকার আক্রমণ। গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে বেগুন ক্ষেতের জন্য পোকা দমনের বালাইনাশক চাইলে সে তাকে পূর্বশত্রুতার জের ধরে মডেল নামে আগাছা দমনের কীটনাশক দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন বলেন, আমি মূর্খ মানুষ। বেগুনে পোকা হয়েছে, তাই পোকা দমনের কীটনাশক চাইলে সে যে কীটনাশক দিয়েছে, আমি সেটাই ক্ষেতে স্প্রে করেছি। সকালে দেখি সব গাছ মরা। ধারদেনা করে বেগুনের চাষ করেছিলাম। বেগুনের ক্ষেত নষ্ট হওয়ায় আমার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবুল হোসেনের মা অমেলা খাতুন বলেন, আমার ছেলেকে ক্ষতিপূরণ দেবে বলে ডেকে নিয়ে উল্টা মেরেছে। আবার আমাদের বাড়িতে হামলা করার হুমকি দিচ্ছে।

স্থানীয় আরেক কৃষক মালেক মিয়া বলেন, দিন-রাত পরিশ্রম করে তৈরি করা ক্ষেত নষ্ট হয়ে গেল ব্যবসায়ীর খামখেয়ালিপনায়। ওই কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন এক থেকে দুই মণ করে বেগুন তুলে বিক্রি করা যেত। অন্তত আরও দুই মাস বিক্রি করতেন বেগুন। এই বেগুন বিক্রির টাকা দিয়ে সংসারে খরচ করেও ধার-দেনা পরিশোধ করতেন তিনি। আমরাও এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবীর কালবেলাকে বলেন, আমরা কৃষকদের এই বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক সভা করি, যাতে কোনো কৃষক প্রতারিত না হন। তা ছাড়া বেগুনের ক্ষেতে আগাছা দমনের কীটনাশক দেওয়ার কোনো সুযোগ নেই। তবে কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওই কীটনাশক ব্যবসায়ী মঞ্জু মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ওই কীটনাশক দিইনি। তারা মিথ্যা অভিযোগ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

১০

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমকে নিয়ে অপপ্রচার

১১

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

১৬

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

১৭

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

১৮

১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র, তালিকায় যারা

১৯

সৃজিতের সিনেমায় বদলে গেল নায়িকা

২০
X