কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভের মুখে কানাইঘাট সুরমা স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ 

কানাইঘাটের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া। ছবি : সংগৃহীত
কানাইঘাটের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া। ছবি : সংগৃহীত

আন্দোলনকারীদের তোপের মুখে সিলেট কানাইঘাটের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ছাত্র এবং এলাকাবাসীর বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুরমা স্কুলে নানা অনিয়মের অভিযোগ ছিল সাজিদ মিয়ার বিরুদ্ধে।

আন্দোলনরত ছাত্ররা সোমবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়। এ সময় শত শত ছাত্র সাজিদ মিয়ার অপসারণের দাবিতে স্লোগান দেয়। দুপুর ১২টার পরে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যোগ দেন এলাকার সর্বস্তরের মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক স্কুলের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সাজিদ মিয়ার কার্যালয়ে সামনে অবস্থান নেন। এসময় সাদা কাগজে লেখা পদত্যাগপত্রে সাজিদ মিয়া স্বাক্ষর করেন।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সুরমা স্কুল মাঠে অবস্থান নেন। এসময় সাজিদ মিয়া তার পরিবারের লোকজন দিয়ে সাধারণ ছাত্রদের দমানোর চেষ্টা চালান। এসময় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে এলাকার সর্বস্তরের মানুষ এসে যোগ দেন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে।

জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সুরমা উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম থাকলেও নানা কারণে তা এখন তলানিতে পৌঁছে গেছে বলে অভিযোগ অভিভাবক ও সচেতন মহলের।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিনোদ রঞ্জন তালুকদার অবসরে যাওয়ার পর প্রায় ১৫ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন সাজিদ মিয়া৷

দায়িত্ব পেয়েই নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। নিজের পরিবার তান্ত্রিক করে ক্রমশ; শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে রূঢ় আচরণসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থা উন্নতি করণের চেয়ে, বিকেন্দ্রীকরণ হয়েছে বেশি এমন অভিযোগও তার বিরুদ্ধে। যে কারণে আগের তুলনায় শিক্ষার মানের দিকে প্রতিষ্ঠানটি পিছিয়ে যাওয়ায় অভিভাবক মহলেও ক্ষোভ বিরাজ করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক-শিক্ষিকাও সাজিদ মিয়ার অনিয়মের বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরিবর্তনের স্রোতে এবার সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারেও পদত্যাগের ধাক্কা লাগলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী

ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়ে ৯৫ শতাংশ

প্রায় দুই দশক পর আবার ফিরে আসছে আফ্রো-এশিয়া কাপ

গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে : মীর হেলাল

তাপমাত্রা কমা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিটি ভোট গণনার অপেক্ষায় থাকবেন কমলা, আজ দেবেন না ভাষণ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ৩

মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই : ড. দেবপ্রিয়

জাহিলিয়াতপূর্ণ চিন্তার স্থানে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে : মঞ্জুরুল ইসলাম

১০

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নতুন নির্বাহী পরিষদ গঠন

১১

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দিবালার, ফিরলেন মার্তিনেজ

১২

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

১৪

দোদুল্যমান রাজ্যগুলোতেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের

১৫

২৭০ ‘ম্যাজিক’ সংখ্যা থেকে কতটুকু দূরে ট্রাম্প-কমলা?

১৬

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

আদালতে তাপসের মা, দুষলেন শেখ হাসিনাকে

১৮

কয়রায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

১৯

ম্যানইউর নতুন কোচের দলের কাছে বিধ্বস্ত ম্যানসিটি

২০
X