এস এম জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

কক্সবাজারের স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

চলতি বছরের ২১ এপ্রিল সরকারি বন্ধের দিন অর্থাৎ ঈদুল ফিতরের এক দিন পূর্বে বেশ তড়িঘড়ি করেই ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা গোপনে অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে মোট ৭ জন প্রার্থী আবেদন করলেও ৬ প্রার্থী উপস্থিত ছিলেন। রহস্যজনক কারণে চকরিয়ার বরইতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আবছারকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।

আরও পড়ুন : ক্লাস নেন নিরাপত্তা প্রহরী, বাপ অফিস সহকারী, ছেলে লাইব্রেরিয়ান

যেসব প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন অধিকাংশই ডামি প্রার্থী। প্রার্থীরা হলেন- রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ (অনিয়মের মাধ্যমে প্রধান শিক্ষক পদে সদ্য নিয়োগপ্রাপ্ত), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল স্কুল ও কলেজের অধ্যক্ষ আকতার আহমদ, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা আলী, টইটং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রাশেদুল ইসলাম, শিলখালী হাই স্কুলের সিনিয়র শিক্ষক বারেক আহমদ, চকরিয়ার দরবেশ কাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর হোসেন।

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর এক সময়ের শিলখালী উচ্চ বিদ্যালয়ের সহকর্মী। সুচতুর জাহেদ উল্লাহ নিজের নিয়োগকে পাকাপোক্ত করতে এসব প্রার্থীকে ভাড়া করে এনে সাজানো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। চলতি বছরের ২১ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি চলাকালীন রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সাজানো নিয়োগ পরীক্ষা আয়োজনের মাধ্যমে জাহেদ উল্লাহকে এক নম্বরে উত্তীর্ণ দেখিয়ে নিয়োগ প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়াও এ নিয়োগ পরীক্ষার আগের দিন ডিজির প্রতিনিধির কাছ থেকে জাহেদ উল্লাহ মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নও কিনে নেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আগের দিন প্রশ্ন কিনে নিয়ে পরের দিন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে এক নম্বরে উত্তীর্ণ হন মো. জাহেদ উল্লাহ। এ ধরনের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিরপেক্ষভাবে প্রধান শিক্ষক নিয়োগের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন। নিয়োগ কমিটির সদস্য সচিব ও রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী ফরিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যথানিয়মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিয়োগে কোনো অনিয়ম করা হয়নি। এর বাইরে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

এর মধ্যে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতি করে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে ৩ আগস্ট মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় এলাকার কয়েকজন সচেতন নাগরিক। এ ছাড়া লিখিত অভিযোগে পেকুয়া উপজেলার ১০ জন সচেতন ব্যক্তি গণস্বাক্ষর করেন। যার অনুলিপি দেওয়া হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ও কক্সবাজার জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, যাকে (জাহেদ উল্লাহ) প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাজানো নিয়োগ পরীক্ষায় নিয়োগ প্রদান করা হয়েছে। অনিয়মের মাধ্যমে ওই বিদ্যলয়ে প্রধান শিক্ষক মনোনীত করায় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের ব্যাপারে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগ পেয়েছেন। একটি মহল তার নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র শুরু করেছেন বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১০

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১১

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৩

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৪

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৫

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৬

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৮

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৯

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

২০
X