বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গুম-খুন ও নির্যাতনের আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ 

গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’তে সচেতন নাগরিক সমাজ। ছবি : কালবেলা
গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’তে সচেতন নাগরিক সমাজ। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত টানা দুই ঘণ্টাব্যাপী ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরের রামবাবু সড়কে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে তিন শতাধিক আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীতে অংশ নেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা অংশ নেয়।

ফ্যাসিস্ট পলায়নের দুই মাস উপলক্ষে এ প্রদর্শনীতে পতিত শেখ হাসিনাসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ফ্যাসিস্ট ও তাদের দোসরদের ক্যাপশন সংবলিত ছবি স্থান পায়। প্রদর্শনী চলাকালে প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

ফ্যাসিস্ট প্রদর্শনীতে স্থানীয় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি জানান আয়োজকরা। দাবিগুলো হলো- সাগর হত্যাকারীদের গ্রেপ্তার, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার, যানজট নিরসন, ব্রহ্মপুত্র খননের নামে লুটপাট বন্ধ, বালুদস্যুদের গ্রেপ্তার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কঠোর হাতে দমন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত করা।

ফ্যাসিস্ট প্রদর্শনীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন বলেন, ১৬ বছর ধরে একটা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমরা মানুষকে জানাতে চাচ্ছি ফ্যাসিবাদী কারা। জাতীয় ও স্থানীয় ফ্যাসিবাদী কারা আমরা তাদের চেনাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের দাবি হচ্ছে, ১৬ বছরে যে গুম, খুন ও হত্যার ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে।

সচেতন নাগরিক সমাজের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, বিগত সরকারের গুম, খুন, অন্যায়-অত্যাচার, হামলা-মালার প্রতিবাদে এ আয়োজন। পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার জুলাই হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে পালায়। পতিত সরকারের দোসররা এখনো এ দেশে বিরাজমান।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসরদের মুখোশ উন্মোচন করতে চাই আমরা। আমাদের পরিকল্পনা রয়েছে শুধু ময়মনসিংহ নয়, সারা দেশে যারা পতিত স্বৈরাচারের দোসর রয়েছে তাতের মুখোশ উন্মোচন করব।

ফ্যাসিস্ট প্রদর্শনী আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহাবুবুল আলম, শামীম আজাদ, শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব।

ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, ছাত্রদল নেতা নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব্যবসায়ি নেতা তৌহিদুজ্জামান ছোটন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১০

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১১

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

১২

সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষার অঙ্গীকার কাজী আলাউদ্দিনের

১৩

স্কুলে ভর্তিতে বয়সসীমা নিয়ে নতুন নির্দেশনা

১৪

বাস-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

১৫

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

১৬

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

১৭

পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

১৮

রাফিনিয়ার ফেরায় বদলে গেছে বার্সা—ফ্লিকের ভাগ্যও!

১৯

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

২০
X