ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে হাসপাতাল আছে, ওষুধ নাই!

সেন্টমার্টিন ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ছবি : কালবেলা
সেন্টমার্টিন ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। ছবি : কালবেলা

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে অতি প্রিয় এই প্রবালদ্বীপ। কিন্তু এখানকার জনসাধারণ ও পর্যটকরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বীপে একটি হাসপাতাল থাকলেও নিয়মিত ডাক্তার না থাকায় তারা চিকিৎসাসেবা পাচ্ছেন না। নামেমাত্র ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে। সুন্দর অবকাঠামোর ওপর যা কেবল দাঁড়িয়েই আছে।

গত ১ সপ্তাহ ধরে সেন্টমার্টিন হাসপাতালে পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না দ্বীপের স্থানীয় ১০ হাজার মানুষ।

সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে সরকারি নিয়োগকৃত কোনো ডাক্তার উপস্থিত নেই।

আরও পড়ুন : বর্ষা এলেই বন্ধ থাকে হবিগঞ্জের মাধবপাশা কমিউনিটি ক্লিনিক

অনেকেই অভিযোগ করছেন, সরকারিভাবে কোনো ডাক্তারই সেন্টমার্টিন থাকতে চায় না। বছরের ৪ মাস ডাক্তার থাকলেও বাকি ৮ মাস অভিজ্ঞ ডাক্তার থাকেন না। অন্যদিকে কয়েক মাস ধরে নন-গভর্ম্যান্ট আরটিএম কর্তৃক মাত্র দুজন ডাক্তার ১০ হাজার মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। যা পরিপূর্ণ সেবা থেকে বঞ্চিত রয়ে গেল দ্বীপের বাসিন্দারা।

সেবা নিতে আসা রোগীরা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ ছাড়া খালি হাতে বাড়ি ফিরতে দেখা যায়।

বাচ্চা কোলে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মদিনা বেগমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার বাচ্চা কয়েক দিন ধরে অসুস্থ। হাসপাতালে আসলে ডাক্তার একটা কাগজে কিছু ওষুধ লিখে দিল। আর বলল, এগুলো বাইরের ফার্মেসি থেকে কিনে নিতে।

চিকিৎসা নিতে আসা সানজিদা নামক আরেক মহিলা বলেন, আমার শারীরিক অসুস্থতার কথা ডাক্তারকে বিস্তারিত বুঝিয়ে বললাম আর ডাক্তার আপু ১ পাতা প্যারাসিটামল দিয়ে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিল। ওষুধ চাওয়ায় বললেন, এত দামি ওষুধ এখানে নাই। বাইরে থেকে কিনে নিতে হবে।

হাসপাতালে রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে না কেন- এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক স্মৃতি বলেন, ওষুধ আছে, তবে পরিমাণ মতো নেই। গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফের সঙ্গে যোগাযোগ বিছিন্ন। তা ছাড়া এই সপ্তাহে ডায়রিয়া ও অ্যালার্জির রোগী বেশি হওয়ায় হাসপাতালে হঠাৎ মেডিসিন সংকট হয়ে পড়ে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, বেশ কয়েক দিন ধরে ওয়েদার খারাপ। ৩ নম্বর সতর্ক সংকেত চলছে, যোগাযোগ বিছিন্ন। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগিরই পর্যাপ্ত মেডিসিন সেন্টমার্টিন আনার ব্যবস্থা করা হবে।

সেন্টমার্টিন দ্বীপের প্রবীণ মুরব্বি আজম আলী বলেন, ‘হাসপাতালটি বানানোর পর থেকে ডাক্তারও থাকে না, ভালো করে ওষুধও পাওয়া যায় না।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্টমার্টিন দ্বীপে প্রয়োজনীয় সব ওষুধ সামগ্রী পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিপি নুরের ওপর হামলার নিন্দা সমমনা জোটের

স্থানীয় সরকার বিভাগে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

নিজের ব্যাগে থাকা জুস খেয়ে অজ্ঞান পার্টির সদস্য অচেতন

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টস জয়, দেখে নিন একাদশ

৪ দিন বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন / প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

পাগলা মসজিদের দানবাক্সের চিঠিতে গ্রাম পুলিশের আকুতি

মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ

হেলমেট পরার কথা স্বীকার করে যা বললেন জাপার মহাসচিব

১০

রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে

১১

‘বৃহত্তর সুন্নী জোটের’ আত্মপ্রকাশ

১২

২৪ ঘণ্টা ধরে পড়ে আছে আব্দুর রহমানের লাশ

১৩

বদলে গেল এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচগুলো কবে কখন

১৪

নুরের ওপর হামলা নিয়ে ইশরাকের ফেসবুক পোস্ট

১৫

আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ নিয়ে যা বললেন স্কালোনি

১৬

বিদেশি গোয়েন্দা সংস্থার ৮ গুপ্তচর শনাক্ত, বড় ক্ষতি থেকে বাঁচল ইরান

১৭

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

১৮

প্রথমবার ভারত আসছে লিংকিন পার্ক 

১৯

৩ দলের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

২০
X