আরিফিন তুষার, বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
শেবাচিম হাসপাতাল

লিফটের দরজা লাগিয়েই দুই কোটি টাকা নিয়ে ঠিকাদার উধাও

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লিফট কেলেঙ্কারি ফাঁস করেছেন সংশ্লিষ্টরা। দরপত্র কার্যক্রমের প্রায় চার বছর শেষ হলেও এখনো বসানো হয়নি একটি আধুনিক লিফট। অভিযোগ উঠেছে, শুধু দরজা লাগিয়েই লিফট স্থাপন কাজের বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নতুন করে ওই লিফটি আর স্থাপন হবে কিনা- তা নিয়ে প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। তার ওপর লিফটের পরিবর্তে দরজা লাগিয়ে রাখার কারণে দুই বছর ধরে বন্ধ রয়েছে পাশের আরেকটি লিফট। এ নিয়ে ক্ষুব্ধ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন : প্রবালদ্বীপ সেন্টমার্টিনে হাসপাতাল আছে, ওষুধ নাই!

যদিও গণপূর্ত বিভাগ বলছে, ‘বৈশ্বিক করোনা মহামারিসহ নানা কারণে নির্ধারিত সময়ে লিফট স্থাপন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে প্রতিষ্ঠানটির জামানত আটকে রাখা হয়েছে। সচল লিফট বুঝে না পেলে জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন গণপূর্ত মেডিকেল ই-এম উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও পুরাতন ভবনে আলাদাভাবে ৬টি লিফট স্থাপনে দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। লিফট সরবরাহ এবং স্থাপনের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তারা ২০২০ সালে লিফট স্থাপনের কাজ শুরু করে। এর মধ্যে ৫টি লিফট স্থাপন হলেও বাকি একটি লিফট আদৌ চালু হয়নি। ৬টি লিফটের মধ্যে ২টি আধুনিক লিফট স্থাপনের কথা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দরপত্র অনুযায়ী, ওই লিফট সরবরাহ ও স্থাপন মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৯৪ কোটি টাকা। এ কাজের সিকিউরিটি পারফরমেন্স হিসেবে জামানত রাখা হয়েছে ৫০ লাখ টাকা।

ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং লিমিটেড হাসপাতালের মাঝের ই-ব্লকের ৫ নম্বর লিফটি স্থাপন করেনি। লিফটির পরিবর্তে সেখানে শুধু গেট লাগিয়ে দিয়েই সব বিল তুলে নিয়েছে। ভেতরে কোনো প্রকার মেশিনারি নেই। ওই লিফটের কেবিনের নিচের অংশ আটকে রাখার কারণে পাশে থাকা ৬ নম্বর লিফটি গত দুই বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। ফলে রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি বাড়ছে।

কারণ উল্লেখ করে লিফট পরিচালনা এবং তদারকির দায়িত্বে থাকা একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হাসপাতালের নতুন এবং পুরোনো ভবন মিলিয়ে মোট ১৬টি লিফট রয়েছে। যার মধ্যে পুরোনো ভবনে লিফট ১০টি। এর মধ্যে সচল মাত্র ৬টি। বাকিগুলো যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ থাকে। যেগুলো সচল তাও অফিস সময় ব্যতীত চলে ২-৩টি লিফট।

গত চার বছরেও লিফট স্থাপন না করার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বরিশালে তাদের লিফট তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা লিফট স্থাপন না করার কথা স্বীকার করলেও নিজেদের নাম পরিচয় জানাতে রাজি হননি।

তবে লিফট স্থাপন না হওয়ার বিষয়টি স্বীকার করে বরিশাল গণপূর্ত মেডিকেল ই-এম উপবিভাগের উপসহকারী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ‘মাঝে করোনার কারণে দীর্ঘ সময় কাজ বন্ধ ছিল। পরবর্তীতে পুরোনো ভবনে দুটি লিফটই লাগানো হয়েছে। তবে একটি লিফটের ছোট একটি যন্ত্র না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘যেই যন্ত্রটির প্রয়োজন, সেটা বাংলাদেশে পাওয়া যায় না। এটি সুইজারল্যান্ড থেকে আমদানি করতে হয়। কোম্পানির সঙ্গে কথা হয়েছে, তারা ওই যন্ত্রটি সরবরাহের চেষ্টা করছে বলে আমাদের জানিয়েছে।’

লিফট স্থাপন কাজ শেষ হওয়ার আগেই বিল তুলে নেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ‘প্রতিষ্ঠানটির কাজের জামানত (সিকিউরিটি পারফরমেন্স) বাবদ ৫০ লাখ টাকা জমা রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ না করে জামানত ফিরে পাবে না।’ তবে খুব শিগগিরই ওই লিফটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ‘শেবাচিম হাসপাতালে লিফট স্থাপন না করে বিল তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কয়েকবার তার সরকারি কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনের সরকারি নম্বরে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X