মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আইসিসি অফিসিয়াল ফটোশ্যুট শেষে প্রদর্শন করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি।
বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত ফটোশ্যুট শেষে প্রদর্শন করা হয়।
আরও পড়ুন : পদ্মা সেতুতে বিশ্বকাপের সোনালি ট্রফি
বিকেল ৩টায় হেলিকপ্টারে করে আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথে ট্রফি নিয়ে আসতে হয়েছে। ঠিক পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১ নম্বর পিলারের কাছে নদী ও সেতুকে পিছনে রেখে অফিসিয়াল ফটোশ্যুট করা হয়।
আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই বিশ্ব ভ্রমণে বের হয়েছে ট্রফিটি। তাসমান সাগর পার হয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপের সোনালি শিরোপা রোববার মধ্যরাতে বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এই তিনদিন ট্রফি থাকবে বাংলাদেশে। এই তিন দিন দেশের তিন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে।
বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে।
শেষের দিন অর্থাৎ ৯ আগস্ট ট্রফি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করা হবে।
মন্তব্য করুন