অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থান করছে বিশ্বকাপের সোনালি ট্রফি। বাংলাদেশে তিন দিন থাকবে এই ট্রফিটি। তবে প্রথম দিন ফটোসেশনের জন্য বাঙালি জাতির গর্বের পদ্মা সেতুতে নেওয়া হয়েছে বিশ্বকাপ ট্রফিটি।
সোমবার (৭ আগস্ট) বাংলাদেশ ট্যুরের প্রথম দিন বিকেল সাড়ে ৪টার সময় স্বপ্নের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ নম্বর পিলারের পাশে শুরু হয় এই ফটোসেশন। এক নজর বিশ্বকাপ ট্রফিটি দেখতে বৃষ্টি উপেক্ষা করে মাওয়া প্রান্তের (মুন্সীগঞ্জ এলাকা) বহু মানুষ ভিড় জমান।
আইসিসির নিয়ম অনুযায়ী, দেশের গুরুত্ব স্থাপনায় বা জায়গায় বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করার কথা। সে জন্যই পদ্মা সেতুতে বিশ্বকাপ শিরোপার ফটোসেশন করার সিদ্ধান্ত নেয় বিসিবি। ২০২৫ সালের ২৫ জুন বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন করা হয় যা দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান।
মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা ট্রফির সঙ্গে ছবি তুলবেন।
বুধবার (৯ আগস্ট) শেষ দিনে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রাখা হবে বিশ্বকাপ শিরোপা। এদিন সব ধরনের মানুষের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে। তবে নির্দিষ্ট একটি দূরত্ব বজায় রেখে ভক্তরা শিরোপার সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য টাকা খরচ করে কোনো টিকিট কাটা লাগবে না।
মন্তব্য করুন