রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জলাবদ্ধতার কারণে ছোট নদীগুলোতে পানি নামতে পারে না’

খাল পরিচ্ছন্নতার কাজে সহায়তা করছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ছবি : কালবেলা
খাল পরিচ্ছন্নতার কাজে সহায়তা করছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, জলাবদ্ধতার কারণে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় রাজশাহীর অধিকাংশ ছোট নদীগুলোতে পানি নামতে পারে না। ঠিক এমনি অবস্থা হয়েছে জেলার বারনই নদীতেও। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

তিনি বলেন, আমরা খাল-বিলের পানি প্রবহমান রাখতে চাই। সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে রাজশাহীর পুরোনো সেই ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে; যা বরেন্দ্র অঞ্চলের খালবিলের পানি কৃষি ও জীববৈচিত্র্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলার পবা উপজেলার গাঙপাড়া খাল পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজশাহীতে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাঙপাড়া খালে এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহী বরেন্দ্র অঞ্চল হওয়ায় এটি অধিক খরাপ্রবণ এলাকা। এই অঞ্চলের খাল-বিলের পানি কৃষিকাজসহ জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া পরিচ্ছন্ন নগর হিসেবে দেশে খ্যাত, এই নগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ বায়া ব্রিজ এলাকার গাঙপাড়া খালে সাড়ে ১১ কিলোমিটার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে দুয়ারী খাল ও জিয়া খালের অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে এই অভিযানের আওতায় আনা হবে। এর ফলে সিটি করপোরেশন এলাকার ৮০ ভাগ খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করা সম্ভব হবে। এই খালগুলো নতুন করে যেন ময়লা ফেলা না হয়, এ জন্য সব জনগণকে সচেতন হতে হবে।

এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করা হয়। রাজশাহী সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে গাঙপাড়া খালের মুখে ময়লা-আবর্জনা অপসারণের কাজে অংশ নেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

এরপর, খাল পরিষ্কার অভিযান উদ্বোধন শেষে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পবা উপজেলা পরিষদে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১০

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১১

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১২

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৩

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১৪

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৫

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৬

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৭

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৮

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৯

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

২০
X