চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে পুলিশ, উঠে এলো পোড়ানো মোটরসাইকেল

জেলেরা পুকুর থেকে তুলে আনেন পোড়ানো মোটরসাইকেল। ছবি : কালবেলা
জেলেরা পুকুর থেকে তুলে আনেন পোড়ানো মোটরসাইকেল। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রায় সব থানাসহ দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা অস্ত্র, গুলি, জব্দ করা মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে। এ ঘটনায় পুলিশের করা মামলায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র র‌্যাব উদ্ধার করলেও, বাকি অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সংস্থাটি। গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্তদেরও। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে একটি পুকুর থেকে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সোমবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে তথ্য ছিল, ওই পুকুরে থানা থেকে লুট হওয়া পুলিশের লুট হওয়া অস্ত্র ছিল।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে থানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার ওই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এরপরই পুলিশ ওই অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। তবে জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে আসামির নাম-পরিচয় জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুরে জেলেদের পাঁচ-সাতজনের একটি দল পুকুরের চার কোণে জাল টেনে যাচ্ছেন অনবরত। জাল ঘিরে ছিল পুলিশের তীক্ষ্ণ নজর। পরে জানতে পারি যে কোনো মাছের জন্য নয়, অস্ত্রের সন্ধানে জাল ফেলা হয়েছে পুকুরে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মো. বাবুল কালবেলাকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানার লুট যাওয়া বিভিন্ন মালামাল আছে। সেই প্রেক্ষিতে আমরা ওই পুকুরে আমরা দুপুর ১২টা থেকে জাল ফেলি। এ সময় পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে অস্ত্র পাওয়া যায়নি।

পাহাড়তলী থানা সূত্র জানিয়েছে, ওই আসামিকে থানায় নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তিনি নতুন একটা স্থানের নাম বলেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, গ্রেপ্তার আসামির তথ্যের ভিত্তিতে একটি পুকুরে অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে অস্ত্র আছে বললেও তা পাওয়া যায়নি। এই থানা থেকে ৩৫টি মোটরসাইকেল লুট ও ভাঙচুর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১০

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১১

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১২

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১৩

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৪

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৫

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৬

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৭

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৮

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৯

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

২০
X