আব্দুল আল মামুন, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ
দৌলতপুর সদর হাসপাতাল

আউটডোরে রোগী দেখেন ফিজিওথেরাপিস্ট, দেন প্রেসক্রিপশনও

ফিজিওথেরাপিস্ট আবদুল মজিদ ওরফে ডাক্তার জাহাঙ্গীর ওরফে ডা. জাকারিয়া। ছবি : সংগৃহীত
ফিজিওথেরাপিস্ট আবদুল মজিদ ওরফে ডাক্তার জাহাঙ্গীর ওরফে ডা. জাকারিয়া। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর হাসপাতালে মো. আবিদুল মজিদ ওরফে ডাক্তার জাহাঙ্গীর ওরফে ডা. জাকারিয়া নামের এক ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে নিয়মিত জেনারেল রোগী দেখার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবত প্রতিদিন তিনি ডাক্তারের ভূমিকায় নিয়মিত রোগী দেখছেন। তিনি যে প্রেসক্রিপশন করেন তা সম্পূর্ণ অস্পষ্ট, তার লেখা প্রেসক্রিপশন ওষুধ ব্যবসায়ীসহ সাধারণ মানুষ একদমই বুঝতে পারেন না। বেশির ভাগ রোগী ভুল ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। তার প্রেসক্রিপশনে থাকে না ওষুধ খাওয়ার নিয়মনীতি।

আরও পড়ুন : ক্লাস নেন নিরাপত্তা প্রহরী, বাপ অফিস সহকারী, ছেলে লাইব্রেরিয়ান

মূলত তার কাজ গবেষণাধর্মী ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপিস্ট মাধ্যমে নানা ধরনের শারীরিক সমস্যায় আছেন এমন মানুষকে থেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া। কিন্তু তিনি তা না দিয়ে হাসপাতালের আউটডোরে বিভিন্ন কক্ষে বসে ভুলভাল চিকিৎসা দিয়ে আসছেন। এতে বিপত্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

এ বিষয়ে ভুক্তভোগী রোগী রুপা বেগম বলেন, কোনো কিছু জিজ্ঞেস না করে রোগী দেখেই প্রেসক্রিপশন লিখে দেন। কিন্তু সে যে প্রেসক্রিপশন করে সে ওষুধ কিনতে দোকানে গেলে ওষুধ ব্যবসায়ী তার লেখা পড়তে পারেন না।

সে বিষয়ে অন্য এক রোগী দিপালী চক্রবর্তী বলেন, আমি বহুদিন ধরে হাসপাতাল থেকে প্রেসক্রিপশন করিয়ে ওষুধ খাই। কিন্তু এই মজিদ ডাক্তার যে প্রেসক্রিপশন করে সে ওষুধ খাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে। এতে আমার মতো বহু রোগীকে বিড়ম্বনায় পড়তে হয়। অবিলম্বে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।

সোমবার (৭ আগস্ট) ১২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় তিনি অনুপস্থিত। পরিসংখ্যানবিদ মো. আসাদের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি ছুটিতে আছেন। ছুটির দরখাস্ত দেখাতে বললে তিনি বলেন, দরখাস্ত এখনো আমার হাতে এসে পৌঁছেনি। তবে আমার মনে হয় তিনি ছুটির দরখাস্ত দিয়ে গেছেন।

পরে আবার বিকেল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, ফিজিওথেরাপিস্ট মজিদ হাসপাতালের ভিতর এলোপাতাড়ি ঘোরাফেরা করছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি দ্রুত হাসপাতালের প্রভাবশালী কম্পিউটার অপারেটর আসাদের রুমে অবস্থান নেন।

এ বিষয়ে ফিজিওথেরাপি মো. আবদুল মজিদ ওরফে ডাক্তার জাহাঙ্গীরকে প্রশ্ন করা হয় আপনি দীর্ঘ পাঁচ বছর ধরে কীভাবে হাসপাতালে রোগী দেখেন, আপনার পরিচয় কী, আপনি কি ডাক্তার, জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি। ছুটি সম্পর্কে তার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমি লিখিত কোনো ছুটি নেইনি। তবে আরএমও স্যারের সঙ্গে ফোনে কথা বলে মৌখিকভাবে ছুটি নিয়েছি।

এ বিষয় হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী ফোনে বলে, তিনি ফিজিওথেরাপিস্ট, কোনো ডাক্তার নয়। আমি যোগদানের পর তাকে রোগী দেখতে মানা করা হয়েছে। তারপরও যদি সে রোগী দেখে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, একজন ফিজিওথেরাপিস্ট কখনোই জেনারেল রোগী দেখতে পারেন না। বিষয়টা আমরা দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

মতামত ছাড়াই বিভাগের সিদ্ধান্ত / প্রাক নিকার সচিব কমিটিকে লিগ্যাল নোটিশ

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

ক্ষমা চাইলেন লিটন দাস

‘কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে’

পার্থ-বৃষ্টির ‘এই শহরে মেঘেরা একা’ 

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ২৪ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

গবেষণা / টুথব্রাশ কতদিন পর বদলাবেন?

বিচ্ছেদের পথে নিকোল-আরবান

ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন আলীসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

১০

আমিরে জামায়াতের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, নিহত ৩ যুবকের মরদেহ হস্তান্তর 

১২

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

১৩

নেই দুর্গোৎসবের আমেজ, ভেঙে গেল দীর্ঘদিনের ঐতিহ্য

১৪

বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

১৫

ইলেকট্রিক কেটলি ব্যবহারে এই ৫ ভুল করবেন না যেন!

১৬

ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও যত টাকা পাবে বাংলাদেশ

১৭

চূড়ান্ত একগুঁয়েমির পরও আইসিসি কেন ভারতকে কিছু বলতে পারে না

১৮

হাইব্রিডে আগ্রহ কৃষকের, বিলুপ্তির পথে ২৭ প্রজাতির ধান 

১৯

এলডিসি উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

২০
X