সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪২ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ নষ্ট করে দিয়েছে : এসএম জিলানী

কর্মীসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। ছবি : কালবেলা
কর্মীসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি সেক্টর নষ্ট করে দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে নষ্ট করেছেন তিনি। সে জন্য বিএনপির প্রতিটি কর্মীকে দায়িত্বশীল পরিচয় দিয়ে সতর্কতার সঙ্গে কাজ হবে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

এসএম জিলানী বলেন, বাংলাদেশের জনগণ ১৭ ধরে বাকস্বাধীনতা হারিয়েছিল, ভোটের অধিকার হারিয়েছিল। মানুষের সেই বাকস্বাধীনতা ফিরে পেতেই আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু এখনও আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি।

তিনি বলেন, খালেদা জিয়া যে গণতন্ত্র ৯১ সালে প্রতিষ্ঠিত করেছিল সেই গণতন্ত্র হরণ করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ আপনাকে দেশকে থেকে বের করে দিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে একটি সরকার গঠন হবে, সেই সরকার গণতান্ত্রিকভাবে বাংলাদেশ পরিচালনা করবে। ইতোমধ্যে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে।

জিলানী বলেন, সিরাজগঞ্জের নেতাকর্মীর ওপর স্টিম রোলার চালানো হয়েছিল। আন্দোলনের সময় ধানক্ষেত, নৌকা ও গরুর গোয়ালে থেকেছেন, আবার আন্দোলনে মাঠে নেমেছেন। এই আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে হবে। প্রকৃত কর্মী হলো যারা দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র না হারায়।

সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সকল নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সকল ষড়যন্ত্র ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে রুখে দিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহ-সাধারণ সম্পাদক আ হ মুহাম্মাদ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় স্টেট ইউনিভার্সিটিতে চলচ্চিত্রবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের মানববন্ধন

বিসিএস পরীক্ষা নিয়ে একগুচ্ছ দাবি শিবিরের

পটুয়াখালীতে আরও এক যুবদল নেতা বহিষ্কার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩৬ মামলা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা, নিরাপত্তা জোরদার

মমতার উদ্দেশে রিজভী / চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকী চুষব

মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নামে মামলা

বিএনপির কনসার্টে বেবী নাজনীন

মংডুর শেষ সীমান্ত সেনা ফাঁড়িটিও আরাকান আর্মির নিয়ন্ত্রণে

১০

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১১

জুলাই গণঅভ্যুত্থান / সংসারই চলে না, চিকিৎসার খরচ কোথায় পাবে সাইমের পরিবার?

১২

মস্কোয় বাশারের অবস্থান নিয়ে নতুন ধোঁয়াশা

১৩

চোটে পড়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা

১৪

১৪ দেশের নাগরিকদের ভিসা দিতে বিশেষ সতর্কতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

১৫

সৈয়দপুরে রাতের ফ্লাইট বাতিল, সকালে প্লেন চলাচলে বিঘ্ন

১৬

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

১৭

কেরানীগঞ্জে ৪৮৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

১৮

৮২তম গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা

১৯

সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল

২০
X