চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাব পরিচয়ে ছিনতাই করতেন তারা

র‍্যাবের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
র‍্যাবের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মাহমুদুল হাসান। এ সময় ডাকাতদলের কাছ থেকে র‌্যাবের পোশাক-স্টিকার ও ডাকাতিকাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বজ্রাকুঞ্চিবাড়ি এলাকার কাছু শেখের ছেলে সাইফুল ইসলাম (৩২), একই থানার উত্তর শ্রীপুর গ্রামের নাসির আলীর ছেলে সাজু মিয়া (৩৩), কালিরখামার গ্রামের ফয়সাল বেপাবির ছেলে মো. সাজু (৪৪), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর গ্রামের রবিউল আওয়ালের ছেলে মো. রিয়াদ (১৯), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. সজিব (৩৫), ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার থানারকান্দি গ্রামের তপদর হোসেনের ছেলে মো. রবিউল (২৬), মাদারিপুর জেলার শিবচর গ্রামের টিংরামারী গ্রামের আলী আকবরের ছেলে মো. মানিক (৪০), নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কুলচরিত্র গ্রামের আবুল কালামের ছেলে রিপন সর্দার (২৯) ও পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৪৫)।

র‌্যাবের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, গত ২৭ অক্টোবর বিকেলে ঢাকা-চট্টগ্রামস চৌদ্দগ্রাম এলাকায় র‌্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিংয়ের কর্মচারীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল তাদের থেকে ২৫ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোবাইল ব্যাংকিংয়ের ডিস্ট্রিবিউশন ম্যানেজার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সদস্যরা জেলার চান্দিনা থানা এলাকায় পুণরায় ডাকাতির পরিকল্পনা করছে। পরে সোমবার রাতে চান্দিনা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর জনৈক দুজন ব্যক্তি ডাকাতির শিকার হয়েছে এবং ডাকাত দল ঢাকা অভিমুখে যাত্রা করেছে মর্মে স্থানীয় সোর্স তথ্য প্রদান করে। এরই সূত্র ধরে ডাকাত চক্রকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল তৎক্ষণাৎ দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এ সময় ডাকাতদল থেকে নগদ ৩৫ হাজার ৩৫৮ টাকা, ৩টি র‌্যাব জ্যাকেট, ১টি নকল পিস্তল, ১টি পিস্তল কভার, ১টি স্বর্ণের চেইন, ২টি আংটি, ১টি ইলেকট্রিক শকার, ২টি ওয়াকিটকি, ৭টি মোবাইল, ২টি র‌্যাব মনোগ্রামযুক্ত স্টিকার, ১টি লাঠি, ৩টি টর্চলাইট, ১টি ওয়ারলেস টকিং টুল, ১টি হ্যান্ডকাফ, ৮টি মানিব্যাগ, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নোহা প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মরদেহ জন্মভূমিতে না নেওয়ায় মর্মাহত এলাকাবাসী 

ফেরি থেকে নদীতে পড়ল ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

অস্ত্র–গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বুইস্যা গ্রেপ্তার

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

আ.লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম আটক

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

নরসিংদীতে ‘আনোয়ারা সুলতানা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

হান্নান মাসউদকে হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

৭ দিন বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে যে এলাকায়

শিশু আয়েশা ও দীপু হত্যার প্রতিবাদে আলোক প্রজ্বলন

১০

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

১১

চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৯

১২

বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করবো : হান্নান মাসউদ

১৩

পাখিশিকারিদের সামাজিকভাবে প্রতিহতের আহ্বান

১৪

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার চেয়ে এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের আলটিমেটাম

১৫

জামায়াত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো : মেজর রঞ্জন

১৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

১৭

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল হালিশহর থানার লুটের পিস্তল

১৮

ঘেরের জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক মিলন, ধারণা পুলিশের

১৯

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

২০
X