আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে দেশের আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো। এ নিয়ে গৃহ ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা ২১টি।
এর অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় আরও ১০৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ সেমিপাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে কয়েক ধাপে মোট ৪৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের মধ্যে দিয়ে নলডাঙ্গা উপজেলাকে 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন- নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক নুর আহমেদ মাছুম, উপজেলা সরকারী ভূমি কমিশনার ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।
নলডাঙ্গা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ আওয়াতায় প্রথম পর্যায়ে ৪০টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি, তৃতীয় পর্যায়ে ১২৭টি, চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২০০টি গৃহহীন পরিবার দুই রুম বিশিষ্ট সেমিপাকা বাড়ি পেয়েছেন। চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে আরও ১০৮টি বাড়ি হস্তান্তরসহ মোট ৪৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের মধ্য দিয়ে নলডাঙ্গা উপজেলাকে 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হলো।
মন্তব্য করুন