ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এ দেশে উন্নয়ন যা হয়েছে, সব বিএনপির অবদান : মির্জা ফখরুল

সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে উন্নয়ন যা হয়েছে, সব বিএনপির অবদান। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠ প্রাঙ্গণে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তারেক রহমানসহ ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। অনেককে গুম করে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। দেশের মানুষ কোনো বিষয়ে নিয়ে কথা বলতে পারেনি। কিন্তু বিএনপি সরকারের কাছে কোনো দিন মাথা নত করেনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। জুলুম-নির্যাতনের ভয়াবহতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে। আমরা সেই আশায় বুক বেঁধে আছি।

বিএনপি মহাসচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্বের প্রতীক। আমরা আশা করছি তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জাল সাফ করে দেশকে টেনে তুলবেন। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। এ দেশে উন্নয়ন যা হয়েছে, সব বিএনপির অবদান। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে নিশ্চিত করে তিনি বলেন, নিবার্চন যত দ্রুত হবে, ততই দেশের মঙ্গল হবে। দেশ নিয়ে চক্রান্ত হলে জনগণই তা রুখে দেবে। এ দেশের মানুষ ভারতীয় আধিপত্য মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে দ্রুত নির্বাচনের দাবি জানাই।

এ ছাড়া বিএনপি মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। তারেক রহমানসহ সব নেতাকর্মীর মামলা যখন শেষ হবে, তখন আমাদের আন্দোলন শেষ হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব যৌথ সঞ্চালনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহগ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহকর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁঞা, প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, জালাল উদ্দিন মজুমদার, মেজবাহ উদ্দিন খান, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X