সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন যুবদল নেতা

অভিযুক্ত শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ নাজমুল হক। ছবি : কালবেলা
অভিযুক্ত শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ নাজমুল হক। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বিএনপি নেতাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে শনিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বিএনপি নেতা।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার মাইক্রোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হামিদুল কবির বাবু শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শেখ নাজমুল হক শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল কবির বাবু বলেন, ‘বিগত ১৭ বৎসর আওয়ামী লীগের দোসর ও তাদের দলীয় নেতাকর্মীদের হামলা-মামলার শিকার হয়ে অতিকষ্টে জীবনযাপন করেছি। এরই মধ্যে এলাকার কিছু সামাজিক কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত হয়েছি। তবে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ফোন করে শ্যামনগর সদরে মাইক্রোস্ট্যান্ডে হোসেন আলীর চায়ের দোকানে আসতে বলেন। সেখানে গেলে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা। এক পর্যায়ে চাঁদার টাকা দিতে রাজি না হলে এলোপাতাড়ি মারধর শুরু করেন।’

তিনি বলেন, ‘আমি নিজেকে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও নাজমুলের সঙ্গে থাকা উপজেলা যুবদলের সদস্য শেখ আলমসহ ১০-১৫ জন উপর্যপুরি দেশীয় অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।’

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শেখ নাজমুল হক বলেন, ‘হামিদুল কবির বাবু সঙ্গে ওয়াটার প্লান্ট নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে সেদিন তাকে ডাকা হয়। তবে সেখানে কোনো মারধেরের ঘটনা ঘটেনি। একইসঙ্গে কোনো ধরনের চাঁদা দাবি করা হয়নি।’

শ্যামনগর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে আমি গত এক সপ্তাহে ধরে অসুস্থ থাকার কারণে এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ কিংবা খবর নিতে পারিনি।’

শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল অহেদ বলেন, ‘বুধবার শ্যামনগর বাসস্ট্যান্ডে বিএনপির নেতা হামিদুল কবির বাবুকে মারধরের বিষয়টি জেনেছি। ঘটনার পর বাবু আমার কাছে এসে বিষয়টি জানায়। তবে চাঁদা দাবির বিষয়টি জানা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. মাসুদ

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১০

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

১১

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

১২

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

১৩

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

১৪

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

১৫

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

১৬

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা / বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : ফখরুল

১৭

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

১৮

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

১৯

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

২০
X