কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হোটেল ওয়েটার, মেয়ে বিসিএসধারী

তোফাজ্জল হোসেন। ছবি : কালবেলা
তোফাজ্জল হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লা নগরীতে ৪৬ বছর ধরে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছেন তোফাজ্জল হোসেন। তাই রেস্তোরাঁ অঙ্গনের পরিচিত মুখ তিনি। ১৯৮০ সালে কাজ শুরু করেন শওকত লিয়াকত হোটেলে। এখন কাজ করছেন হোটেল ডায়নায়। মালিক একই পরিবারের। তবে তোফাজ্জল হোসেন এখন বেশি পরিচিত তার মেয়ে শাহনাজ আক্তারের জন্য।

মেয়ে দুটি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কেউ কেউ রেস্তোরাঁয় তোফাজ্জলকে ডাকেন ডাবল বিসিএসের বাবা বলে। এতে তিনি আনন্দিত হন। ৪০তম বিসিএসে (নন ক্যাডার) উত্তীর্ণ হয়ে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন নোয়াখালী বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এবার যোগ দেবেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহাহিসাবরক্ষক পদে।

আলাপকালে তোফাজ্জল হোসেন কালবেলাকে জানান, তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পিলগিরি গ্রামে। তার লেখাপড়া নেই। নামও লিখতে পারেন না। তাই সন্তানদের লেখাপড়া করানোর খুব ইচ্ছে ছিল তার। তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে দিদার হোসেন কিছু পড়াশোনা করে প্রবাসে গেছেন। মেয়ে শাহনাজ আক্তার মেজ। ৩য় ছেলে কবির হোসেন মাস্টার্সে পড়ছেন। ছোট ছেলে আক্তার হোসেন অনার্সে পড়ছেন।

তোফাজ্জাল হোসেন জানান, তিনি রেস্তোরাঁয় ছোট চাকরি করে তাদের পড়ার খরচের জোগান দিয়েছেন। এক্ষেত্রে তার হোটেল মালিক লিয়াকত আলী দুলালসহ অন্যরা অনেক সহযোগিতা করেছেন। তার স্ত্রী আয়েশা বেগমও সন্তানদের লেখাপড়ার তদারকিতে অনেক কষ্ট করেছেন।

তোফাজ্জল হোসেনের মেয়ে শাহনাজ আক্তার কালবেলাকে জানান, তিনি এসএসসি পাস করেছেন ২০১০ সালে পিলগিরি উচ্চ বিদ্যালয় থেকে। ২০১২ সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি দিয়েছেন। এইচএসসির পর বিয়ে হয় তার। সংসার ও সন্তান সামলে গণিত নিয়ে অনার্স-মাস্টার্স করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। এইচএসসির আগে বিসিএস সম্পর্কে ধারণা ছিল না তার। প্রাইমারি শিক্ষকের নিয়োগ পরীক্ষার কোচিং করতে গিয়ে জানেন সেটি বিএসিএস কোচিং সেন্টার। তারপর চিন্তা করলেন ভালো কিছুই তিনি করবেন।

লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন এমন টার্গেট ছিল না। তবে এগিয়ে যেতে হবে সেই জিদটা মনের ভেতর ছিল।

নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, বাধা-বিপত্তি না পেরিয়ে বড় হয়েছে কে কবে। ধৈর্যের সঙ্গে সব বাধা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

বাবার পেশা নিয়ে তিনি জানান, বাবাকে নিয়ে তিনি গৌরব বোধ করেন। তার পরিশ্রমের আয়ে তারা এতটুকু আসতে পেরেছেন। বাবার সঙ্গে মাও তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। খরচ জোগানে তিনি নিজেও টিউশনি করতেন। পরামর্শ ও সহযোগিতার জন্য মামা আমিরুল ইসলাম শিমুলের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, সাফল্যে তার পা মাটিতেই থাকবে। মাটির মানুষ মাটির কাছে থাকতে চান, সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকবেন। তিনি বাবা-মা, স্বামী, চতুর্থ শ্রেণিতে পড়া সন্তান ওয়াসি ও পরিবারের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, আমাদের শিক্ষার্থী ভালো অবস্থানে গিয়েছে, এটি অবশ্যই আনন্দের। তার সঙ্গে তার পিতা-মাতাকেও অভিনন্দন জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

কাজি পদে আবেদন করতে পারবেন কওমি সনদধারীরা

চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

হামজাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার

পোস্টাল ভোট বিডি অ্যাপ / ২ লাখ ২৪ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

১০

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

১১

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

১২

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

১৩

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৪

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

১৫

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

১৬

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

১৭

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

১৮

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১৯

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

২০
X